Wednesday 13 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারবে ‘আহত’ অস্ট্রেলিয়া?

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৩ ১০:১৬

বিশ্বকাপে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে কথা বলা হলে কোন দৃশ্যটা চোখে ভাসে? অনুমেয়ভাবেই উত্তর আসবে ১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনালে অ্যালান ডোনাল্ডের সেই পাগলাটে রান আউট ও অবিশ্বাস্যভাবে অস্ট্রেলিয়ার ফাইনালে ওঠার কথা। আজ লখনৌতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আবারও দেখা হয়ে যাচ্ছে এই দুই প্রতিপক্ষের। ভারতের কাছে হেরে ব্যাকফুটে থাকা অজিরা কি জয়ের ছন্দে ফিরবে? নাকি সেই প্রথম ম্যাচের মতো এবারও বড় জয়েই মাঠ ছাড়বে প্রোটিয়ারা?

বিজ্ঞাপন

পরিসংখ্যান

বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছে মোট ছয় বার। এর মধ্যে তিন বার জয়ের দেখা পেয়েছে অজিরা, দক্ষিণ আফ্রিকা জিতেছে দুবার। আরেকটি ম্যাচ সেই বিখ্যাত সেমিফাইনাল, যা টাইয়ে শেষ হয়েছিল। আর ওয়ানডেতে দুই দলের দেখা হয়েছে ১০৮ বার, এখানে অবশ্য এগিয়ে প্রোটিয়ারাই। তারা জিতেছে ৫৪ ম্যাচে, অন্যদিকে অজিদের জয় ৫০টিতে।

সাম্প্রতিক রেকর্ডও কথা বলছে বাভুমাদের পক্ষে। বিশ্বকাপের আগে ঘরের মাঠে প্রথম দুই ম্যাচ হেরেও শেষ পর্যন্ত স্মিথদের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছিলেন মার্করামরা। এই জয় নিশ্চয়ই বাড়তি আত্মবিশ্বাস যোগাবে প্রোটিয়া ড্রেসিংরুমে। এ ছাড়াও অজিদের সঙ্গে শেষ ২০ ওয়ানডের ১৪টিতেই জয় আফ্রিকার।

পিচ ও কন্ডিশন

নতুন পিচ বসানো হয়েছে লখনৌর একানা স্টেডিয়ামে। পিচ নিয়ে তাই দুই দলেরই ধারণা খানিকটা কম। তবে এই পিচ স্পিনারদের বাড়তি সুবিধা দিতে পারে। দুই দলেই তাই বাড়তি স্পিনারের দেখা মিলতে পারে। টসে জিতে দুই অধিনায়ক বোলিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন— এমনটাই ধারণা করা হচ্ছে। আজ লখনৌতে নেই কোনো বৃষ্টির সম্ভাবনা। তাই খেলার মাঝে কোনো বাধা আসার সম্ভাবনাও নেই।

দলের খবর

বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া, রেকর্ড পাঁচটি শিরোপা আছে তাদের ঝুলিতে। এবারও তারা ফেভারিট হিসেবেই ভারতে এসেছে। তবে প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে বড় হারে বেশ বিপাকে আছেন কামিন্সরা। আজকের ম্যাচে জয়টা তাই খুব করেই চাইবেন অজিরা। আজ হারলে সেমিতে ওঠার সমীকরণটা বেশ জটিল হয়ে যাবে তাদের জন্য। তবে ব্যাকফুটে থাকা অজিরা আগেও এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে, সেই পরিসংখ্যানটা নিশ্চয়ই মাথায় থাকবে দলের সবারই।

বিজ্ঞাপন

অন্যদিকে শ্রীলংকার বিপক্ষে তিনজন ব্যাটার সেঞ্চুরি পেয়েছে, সঙ্গে রেকর্ড রান তুলে ব্যাটিংটা ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন বাভুমারা। টানা দুই ম্যাচ জিতে সেমির রাস্তাটা আরেকটু সহজ করার সুযোগটা নিশ্চয়ই ছাড়তে চাইবেন না তারা।

কন্ডিশনকে মাথায় রেখে দুই দলেই আসত পারে পরিবর্তন। লখনৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতার কথা মাথায় রেখে অজিদের একাদশে ঢুকতে পারেন ইনজুরি থেকে ফেরা অলরাউন্ডার মার্কাস স্টোয়নিস।
দক্ষিণ আফ্রিকা দলে ঢুকতে পারেন দুই স্পিনার। বিশেষ করে গত ম্যাচে ভারতীয় স্পিনারদের কাছে নাকানি চুবানি খাওয়া অজি ব্যাটসম্যানদের কাবু করতে একাদশে আসতে পারেন কেশভ মহারাজ ও তাবারেজ শামসি।

সম্ভাব্য একাদশ (অস্ট্রেলিয়া)

ডেভিড ওয়ার্নার, মিচেল মার্স, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি, মার্কাস স্টোয়নিস, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজলউড।

সম্ভাব্য একাদশ (দক্ষিণ আফ্রিকা)

কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, তাবারিজ শামশি, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/টিআর

অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন

হেমন্তেই প্রকৃতিতে শীতের আমেজ
১৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর