Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওপেনিং দুশ্চিন্তা উড়িয়ে লিটন-তামিমেই ভরসা শান্তর

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৩ ২২:১৫

বিশ্বকাপ শুরুর আগে থেকেই বাংলাদেশের দলের অন্যতম আলোচনার ইস্যু ছিল ওপেনিং জুটি। তামিম ইকবাল না থাকায় বিশ্বকাপের দুই ম্যাচে বাংলাদেশের ইনিংসের গোড়াপত্তন করেছেন লিটন দাস ও তানজিদ তামিম। তবে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেই ব্যর্থ এই জুটি। চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে তাই আবারও প্রশ্ন উঠেছে ওপেনিং নিয়ে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশি ব্যাটার নাজমুল হোসেন শান্ত অবশ্য বলেছেন, ওপেনিং নিয়ে দুশ্চিন্তার কোনো কারণই দেখছেন না তিনি। তারা আশা, নিউজিল্যান্ডের বিপক্ষেই রানে ফিরবে লিটন-তামিম জুটি।

বিজ্ঞাপন

আফগানদের বিপক্ষে ১৯ ও ইংল্যান্ডের বিপক্ষে ১৪, প্রথম দুই ম্যাচে এটিই ছিল লিটন-তামিমের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ম্যাচে লিটন রান পেলেও দুই ম্যাচেই ব্যর্থ তামিম। ওপেনিং জুটি কি তাহলে পরিবর্তনের সময় এসেছে? এমন প্রশ্নে বেশ বিরক্ত হয়েই নাজমুল বলেছেন, ‘আমার কাছে মনে হচ্ছে ওপেনিং নিয়ে আমরা চিন্তাই না করি। এ চিন্তাটাই আমরা বাদ দেই। টপ অর্ডারের সবাই ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। দুই একটা ভালো ইনিংস সবার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। কেউ এখানে রিল্যাক্স হয়ে নেই, সবাই চেষ্টা করছে।’

বিজ্ঞাপন

দুই ম্যাচ মিলিয়ে তামিমের রান মাত্র ছয়। তবে দ্রুতই ফর্মে ফিরবেন তামিম, এমনটাই আশা শান্তর, ‘সে আন্তর্জাতিক ক্রিকেতে নতুন, মাত্র কয়েকটা ম্যাচ খেলেছে। আমার মনে হয় কারো একটু সময় বেশি লাগে, কারো একটু কম। আমাদের সবার উচিত ওর উপর বিশ্বাস রাখা। আমরা তাকে সমর্থন দেই ও বিশ্বাসটা রাখি। এখানে যারা এসেছে সবারই ভালো কিছু করার সক্ষমতা আছে।’

এমএ চিদাম্বারাম স্টেডিয়াম বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর