উড়তে থাকা নিউজিল্যান্ডকে মাটিতে নামাতে পারবেন সাকিবরা?
১৩ অক্টোবর ২০২৩ ১১:০২
বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে শুরু হলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে খানিকটা চাপেই আছে বাংলাদেশ। চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে আজ সাকিবদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বিশ্বকাপে এখন পর্যন্ত টানা দুই জয় তুলে নিয়ে ফুরফুরে মেজাজেই আছে কিউইরা। সাকিব-মিরাজরা কি পারবেন উড়তে থাকা নিউজিল্যান্ডকে মাটিতে নামিয়ে আনতে? নাকি টানা তিন জয়ে সেমির পথে আরেক ধাপ এগিয়ে যাবেন কেইন উইলিয়ামসনরা?
পরিসংখ্যান
মঞ্চটা যদি হয় বিশ্বকাপ, সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে কখনোই জয়ের দেখা পায়নি বাংলাদেশ। দুই দল মুখোমুখি হয়েছে পাঁচবার, প্রতিবারই হারের স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে। প্রথম তিনবার লড়াই ছাড়া হার মানলেও ২০১৫ ও ২০১৯ সালে জয়ের অনেক কাছে গিয়েও হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন সাকিবরা। আজ ষষ্ঠ দেখায় নিশ্চয়ই পরিসংখ্যানটা বদলে ফেলতে চাইবে বাংলাদেশ।
ওয়ানডেতে দুই দলের দেখা হয়েছে ৪১ বার, সেখানেও যোজন যোজন এগিয়ে কিউইরা। কিউইরা জিতেছে ৩০ ম্যাচ, বাংলাদেশের জয় ১০টিতে, ফলাফল আসেনি বাকি একটিতে। গত মাসে ঘরের মাঠে এই কিউইদের কাছেও সিরিজ হেরেছিল বাংলাদেশ।
পিচ ও কন্ডিশন
চেন্নাইয়ের পিচ নিশ্চিতভাবেই বাড়তি সুবিধা দেবে স্পিনারদের। নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন তো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেই দিয়েছেন, চেন্নাইতে বাংলাদেশের স্পিনের বিপক্ষেই বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে তাঁর দলকে। দুই দলই তাই নিজেদের একাদশে বাড়তি স্পিনার নিয়েই মাঠে নামবে। ধীরগতির এই পিচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন টস জয়ী অধিনায়ক। চেন্নাইতে আজ বৃষ্টির কোন সম্ভাবনা নেই, তাই পুরো ম্যাচই হবে বাধাহীনভাবে।
দলের খবর
নিউজিল্যান্ড দলে স্বস্তির সুবাতাস বয়ে এনেছে অধিনায়ক উইলিয়ামসনের ইনজুরি কাটিয়ে দলে ফেরা। প্রথম দুই ম্যাচে ডাগআউটে বসে থাকা উইলিয়ামসন বাংলাদেশের বিপক্ষে টস করতে নামবেন। তাঁর ফেরায় দলের ব্যাটিং লাইনআপেও আসছে পরিবর্তন। রাচিন রবীন্দ্র আরেক ধাপ নিচে নেমে খেলবেন, বাদ পড়তে পারেন গ্লেন ফিলিপস অথবা মার্ক চ্যাপম্যান। চেন্নাইয়ের স্পিনিং পিচের কথা মাথায় রেখে একাদশে আসতে পারেন ইস সোধি। গত মাসে বাংলাদেশের মাটিতে এই সোধিকে খেলতেই হিমশিম খেয়েছিলেম সাকিবরা।
বাংলাদেশ দলেও আসতে পারে পরিবর্তন। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামতে পারেন স্পিনার নাসুম আহমেদ। ওপেনিং জুটি প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও সেই জুটিতেই ভরসা রাখার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। তাই আজও দেখা যেতে পারে লিটন-তামিম জুটিকেই।
সম্ভাব্য একাদশ (বাংলাদেশ)– তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান/ নাসুম আহমেদ।, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
সম্ভাব্য একাদশ (নিউজিল্যান্ড)- ডেভিড কনওয়ে, উইল ইয়ং, কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, ট্ম লাথাম, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস/ইস সোধি, মিচেল স্যান্টনার, মার্ক হেনরি, লকি ফারগুসন, ট্রেন্ট বোল্ট।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এফএম