Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম বলেই ড্রেসিং রুমে লিটন

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২৩ ১৪:৫৩

চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। আর ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরলেন লিটন দাস। ২০০৩ সালে প্রথম বাংলাদেশি ওপেনার হিসেবে হান্নান সরকার ইনিংসের প্রথম বলে আউট হয়েছিলেন। এর ২০ বছর পর লিটন দাস নাম লেখালেন সেখানে।

ট্রেন্ট বোল্টের সুইং কমাতেই হয়তো পপিং ক্রিজের বাইরে দাঁড়ান লিটন দাস। ইনিংসের প্রথম ডেলিভারিও পান লেগ স্ট্যাম্পের বাইরে যুতসই জায়গায়। কিন্তু শটটি ঠিকঠাক খেলতে পারেননি লিটন। তার উড়িয়ে মারা ফ্লিক শটে ডিপ ফাইন লেগে লাফিয়ে উঠে দারুণ ক্যাচ নেন ম্যাট হেনরি। প্রথম বলে বিদায় ঘণ্টা বাজে বাংলাদেশের ওপেনারের।

বিজ্ঞাপন

ক্যারিয়ারে ১২তম বারের মতো শূন্য রানে ফিরলেন। আর পঞ্চম বার ফিরলেন প্রথম বলে আউট হয়ে। ইনিংসের প্রথম বলে এ নিয়ে দ্বিতীয়বার আউট হলেন লিটন। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে আউট হয়েছিলেন ইনিংসের প্রথম বলে। তবে ম্যাচের প্রথম বলেই আউট হলেন এবারই প্রথম।

লিটনের বিদায়ে তিন নম্বরে নামানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে। লিটন ফেরার পর ইনিংসের হাল ধরার চেষ্টায় আছেন তরুণ তানজিদ হাসান তামিম এবং মেহেদী হাসান মিরাজ।

এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৫ওভারে ১ উইকেটে ৩০ রান। তামিম ১২ আর মিরাজ ১৭ রানে ব্যাট করছেন।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর