জুটি ভাঙলেন সাকিব, তাসকিন হারালেন কই!
১৩ অক্টোবর ২০২৩ ২০:৫৪
নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৫ রানের মাঝারি সংগ্রহ নিয়ে বোলিং করতে নেমে মোস্তাফিজুর রহমান শুরুতেই উইকেট এনে দিলে বাংলাদেশি সমর্থকদের কেউ কেউ হয়তো একটু নড়েচড়ে বসেছিলেন। তবে সেই স্বস্তি ধীরে ধীরে মিলিয়ে দিচ্ছিলেন কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। দ্বিতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়ে বাংলাদেশকে আবার ব্যাকফুটে ফেলে দিয়েছিলেন দুজন। এই জুটিটা ভাঙল সাকিব আল হাসানের স্পিনে।
দলীয় ৯২ রানের মাথায় কনওয়েকে ফিরিয়ে ৮০ রানের জুটি ভেঙেছেন সাকিব। সাকিবকে সুইপ করতে গিয়ে মিস করেছেন। আম্পায়ার এলবিডব্লিউ আউট দিলে পরে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি কনওয়ে। ফেরার আগে ৫৯ বল খেলে ৩টি চারের সাহায্যে ৪৫ রান করেন।
কনওয়ে ফেরার পর ডারয়েল মিচেলকে নিয়ে নিউজিল্যান্ডকে টানছেন ইনজুরি থেকে ফেরা কেন উইলিয়ামসন। হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপের দুই ম্যাচ মিস করা উইলিয়াসমসন আজ বড় রানের দিকেই এগুচ্ছেন।
শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নায়ের এমএ চেন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ২৪৫ রান তুলেছে বাংলাদেশ। সর্বোচ্চ ৬৬ রান তুলেছেন মুফিকুর রহিম।
পরে বোলিংয়ে নেমে আজও সেই পুরনো তাসকিন আহমেদকে মিস করেছে বাংলাদেশ! বিশ্বকাপে বাংলাদেশের পেস আক্রমণটার নেতৃত্ব দেওয়ার কথা ছিল তারই। কারণ অনেকদিন ধরেই অসাধারণ বোলিং করছিলেন তাসকিন। কিন্তু বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি।
প্রথম দুই ম্যাচে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি। আজ তাসকিনকে দিয়ে বোলিং আক্রমণের সূচনা করেননি অধিনায়ক সাকিব। তিন নম্বর বোলার হিসেবে বোলিং করতে এসে এখন পর্যন্ত ৫ ওভার বোলিং করে ২৫ রান খরচায় উইকেটশূন্য তাসকিন। নতুন বলে তাসকিন উইকেট নিতে পারছেন না বলেই বেশি ভুগছে বাংলাদেশ।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস