Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত-পাকিস্তান মহারণে শেষ হাসি কার?

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২৩ ১০:১৬

যেকোনো মঞ্চে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন বিশেষ কিছু। আর সেটা যদি হয় বিশ্বকাপের মতো টুর্নামেন্টে, তাহলে সেই উত্তেজনার পারদ তুঙ্গে ওঠাটাই স্বাভাবিক। ঘরের মাঠের বিশ্বকাপে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান এই মহারণের আগে টানা দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে দুই দলই। বিশ্বকাপের মঞ্চে কখনোই ভারতকে হারাতে না পারা পাকিস্তান কি আজ সূচনা করবে নতুন ইতিহাসের? নাকি অতীতের মতো এবারও পাকিস্তানের মুখের হাসি কেড়ে নেবে ভারত?

বিজ্ঞাপন

পরিসংখ্যান

বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচের আগে নিশ্চয়ই ভারতের বিপক্ষে পরিসংখ্যানের দিকে তাকাতে চাইবেন না বাবর আজম। ভারতের সাথে সাত দেখায় যে একবারও জিততে পারেনি পাকিস্তান! প্রতিবারই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছেড়েছে ভারত।
ওয়ানডেতে দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে কিন্তু এগিয়ে পাকিস্তান। ভারতের বিপক্ষে ১৩৪ ম্যাচে পাকিস্তানের জয় ৭৩ ম্যাচে, ভারত জিতেছে ৫৬টিতে, ফলাফল আসেনি ৫ ম্যাচে।

পিচ ও কন্ডিশন

আহমেদাবাদের পিচে ব্যাটসম্যান ও বোলার দুই পক্ষের জন্যই রয়েছে সুবিধা। তবে স্পিন ধরার সম্ভাবনাই বেশি। আর সময় যত গড়াবে, পিচ ততো ধীরগতির হতে পারে। রাতে থাকতে পারে শিশির, তাই বোলিং করাটা কিছুটা অসুবিধা হতেও পারে। টসে জিতে তাই বোলিং নেওয়ার সিদ্ধান্তও নিতে পারেন অধিনায়ক। তবে ব্যাটিং পেলেও খুব একটা খারাপ হবে না। তাই টসের ফলাফল যাই হোক, ব্যাট-বলের দারুণ একটা লড়াই উপভোগ করতে পারবেন দর্শক। আহমেদাবাদে আজ আবহাওয়া থাকবে স্বাভাবিক, বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

দলের খবর

ভারতীয় দলের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে ওপেনার শুভমান গিলের সেরে ওঠা। ডেঙ্গু জ্বরের কারণে প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে ছিলেন গিল। আহমেদাবাদে গতকাল নেটে ব্যাটিং করেছেন। অধিনায়ক রোহিতও জানিয়েছেন, গিল ৯৯% ফিট। তবে শেষ পর্যন্ত গিল নাও থাকতে পারেন একাদশে, ওপেন করতে পারেন কিশানই। এছাড়া ভারতীয় একাদশে মোহাম্মদ সিরাজের জায়গায় আসতে পারেন মোহাম্মদ শামি, ফিরতে পারেন অশ্বিনও।
পাকিস্তান একাদশে পরিবর্তন আসার তেমন কোন সম্ভাবনা নেই, নেই কোন ইনজুরি শঙ্কাও।

অধিনায়ক কাহন

সাত দেখায় কখনোই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। অধিনায়ক বাবর অবশ্য এই পরিসংখ্যান নিয়ে খুব একটা চিন্তিত নন, ‘অতীতে যা হয়েছে সেটা নিয়ে আমি ভাবিনা। রেকর্ড গড়া হয় ভাঙ্গার জন্যই। আমরা চেষ্টা করব এটা ভাঙ্গার। তবে ভারতের কাছে হারলে যে আমার অধিনায়কত্ব চলে যাবে এমনটাও কিন্তু নয়! তাই আমরা এসব নিয়ে খুব একটা চাপে নেই। আশা করব হাদ্ররাবাদের মত এখানেও ভালো সমর্থন পাব।‘
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাড়তি চাপের সুর নেই রোহিতের কণ্ঠেও, ‘আমরা সবাই এরকম বিশাল দর্শকের সামনে খেলে অভ্যস্ত। এটা আপনার পক্ষেই থাকবে, বিপক্ষে যাবে না। দলের সবাই এটা উপভোগই করে।‘

বিজ্ঞাপন

ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর/রবিচন্দ্রন অশ্বিন , কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ

ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সোউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নাওাজ, হাসান আলী, শাহিন আফ্রিদি, হারিস রউফ।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ভারত বনাম পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর