Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত-পাকিস্তান ম্যাচের আগে হচ্ছে জমকালো আয়োজন

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২৩ ১০:৩৮

বিশ্বজুড়ে নানা টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আসর মাতিয়ে রাখেন ভারতীয় শিল্পীরা। সেই ভারতেই অনুষ্ঠিত হচ্ছে এবারের ক্রিকেট বিশ্বকাপ। অনুমেয়ভাবেই সবার প্রত্যাশা ছিল জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান দিয়েই পর্দা উঠবে ক্রিকেটের এই মহাযজ্ঞের। তবে সবাইকে চমকে দিয়ে কোন অনুষ্ঠান ছাড়াই শুরু হয়েছে বিশ্বকাপ। এবার জানা গেলো, ১৪ অক্টোবর আহমেদাবাদে হতে যাওয়া ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচের আগে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড!

বিজ্ঞাপন

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের হট কেক ম্যাচে কাল লড়বে রোহিত-বাবরের দল। ম্যাচকে ঘিরে উন্মাদনা টুর্নামেন্ট শুরুর অনেক আগে থেকেই। ম্যাচের সূচি ঘোষণার পরপরই বিক্রি হয়ে গেছে সব টিকেট, বিশাল অংকের টাকায় বিক্রি হয়েছে টেলিভিশনের বিজ্ঞাপন সত্বও। ম্যাচের দিন মাঠে প্রায় দেড় লাখ দর্শক উপস্থিত থাকবেন। এছাড়াও বিশ্বজুড়ে এই খেলা উপভোগ করবেন শত কোটি ক্রিকেট ভক্ত।

এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইছে না বিসিসিআই। বাতিল হওয়া সেই উদ্বোধনী অনুষ্ঠানকেই যেন অন্যভাবে ফিরিয়ে আনছে তারা। ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে শুরু হতে পারে এই আয়োজন। অনুষ্ঠান মাতাতে এরই মাঝে প্রস্তুতি নিয়ে রেখেছেন বলিউড তারকা রানভির সিং, যাকে দেখা গেছে বিশ্বকাপের থিম সংয়েও। তাঁর সাথে থাকবেন গায়ক অরিজিত সিং ও অভিনেত্রী তামান্না ভাটিয়াকে।

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া বিশ্বকাপ শুরু হওয়ার ব্যাপারটা ভালো চোখে দেখেননি বেশিরভাগ ক্রিকেট অনুরাগীরাই। সেই অনুষ্ঠান বাতিলেরও কোন যথাযথ কারণ দেখাতে পারেনি ভারত। এবার ভারত-পাকিস্তান ম্যাচের আগে এমন আয়োজন নিয়ে নিশ্চয়ই নানা প্রশ্ন জাগবে ক্রিকেট অনুরাগীদের মনে। তাহলে কি পুরো টুর্নামেন্টের চেয়ে ভারত-পাকিস্তান ম্যাচকেই বেশি গুরুত্ব দিচ্ছে আয়োজকরা?

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

উদ্বোধনী অনুষ্ঠান ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ভারত বনাম পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর