ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি: মোস্তাফিজ
১৪ অক্টোবর ২০২৩ ১০:৪৭
বিশ্বকাপের শুরুটা আফগানিস্তানকে হারিয়ে দাপটের সঙ্গে শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপরেই ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে শোচনীয় পরাজয়। এতেই সেমিফাইনালে খেলার স্বপ্ন ম্লান হয়ে যাচ্ছে বাংলাদেশের। তবে নিরাশার ভেতরেও আশারবাণী শোনালেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। জানালেন বাকি থাকা ছয় ম্যাচের ছয়টিই জিতে সেমিফাইনালেও যেতে পারে বাংলাদেশ।
চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের ব্যবধানে হেরেহে বাংলাদেশ। আর এরপরেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। তিনি আনুষ্ঠানিকতা সেরে যেতে চাইছিলেন। তবে পরে মিক্সড জোনে খেলোয়াড় পাঠানোর বাধ্যবাধকতায় বিপাকে পড়ে বাংলাদেশ দল। দীর্ঘ সময় গণমাধ্যম কর্মীদের অপেক্ষায় রাখা হয়। প্রায় ৩০ মিনিট পর আসেন পেসার মোস্তাফিজুর রহমান ও সহকারি কোচ নিক পোথাস।
মোস্তফিজকে সামনে পেয়ে গণমাধ্যমের ছিল কঠিন সব প্রশ্ন। তবে সব প্রশ্নই এড়িয়ে গেছেন দ্য ফিজ। বড় দুই হারের পর দলের মানসিক অবস্থা সম্পর্কে জানতে চাওয়ায় ফিজ বলেন, ;আমরা ভালো করার অপশন খুঁজছি। কি করলে ভালো করব। সবাই মিলে কথা বলছিলাম।’
বল হাতে বেশ ভালো দিনই কাটিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ৮ ওভারে মাত্র ৩৬ রানের বিনিময়ে নিয়েছেন একটি উইকেট। তবে তার আগে ব্যাটাররা দাঁড় করাতে পারেননি ডিফেন্ডেবল স্কোর। তাই মোস্তাফিজ বললেন আরও ৩০ রান বেশি হলে লড়াই জমাতে পারতেন তারা, ‘আমরা পেসাররা ভালো শুরু করেছিলাম। আমাদের যদি আরও ৩০ রান বেশি হতো তাহলে আরও সুযোগ থাকতো। ওরা আরেকটু ঝুঁকি নিয়ে খেলতো। অন্তত ২৮০ এর মতো হলে ভালো কিছু হতো।’
তবে কি বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হবে গ্রুপ পর্বেই? সেমিফাইনালে খেলার স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে? এমন প্রশ্নের জবাবে ফিজ বলেন, ‘অসম্ভব কোনো কিছু না (সেমিফাইনালে যাওয়া)। আমরা তো ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি।’
আগামী ১৭ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড মোস্তাফিজুর রহমান