ভারতে ফাহাদের ব্রোঞ্জ জয়
১৮ ডিসেম্বর ২০১৭ ২০:৫৪
সারাবাংলা ডেস্ক
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ ইয়ুথ দল ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে ১৯তম হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশ ইয়ুথ দল ৪-০ ব্যবধানে কিরগিজিস্তানকে পরাজিত করে।
ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে প্রথম বোর্ডে ব্রোঞ্জ পদক লাভ করেছেন।
বাংলাদেশ দলের পক্ষে অংশ নেন ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আকিব জাওয়াদ, সুব্রত বিশ্বাস, নাইম হক ও নোশিন আঞ্জুম। বাংলাদেশ দলের প্রশিক্ষক কাম কর্মকর্তা ছিলেন মহিলা ফিরেদ মাস্টার তনিমা পারভীন।
রাশিয়া ইয়ুথ দল ১৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন, ভারত (গ্রিন) ইয়ুথ দল ১৫ পয়েন্ট পেয়ে রানার্স-আপ এবং ইরান ইয়ুথ দল ১৪ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়। ২৫টি দেশের ৩০টি ইয়ুথ দল এ ইভেন্টে অংশ নেয়।
সারাবাংলা/এমআরপি/১৮ ডিসেম্বর ২০১৭