আফগানদের ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড
১৫ অক্টোবর ২০২৩ ১৪:০৪
ভারত বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে আফগানিস্তান। অন্যদিকে প্রথম ম্যাচ হেরে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় জয় ইংলিশদের। বিশ্ব চ্যাম্পিয়নরা এবার নিজেদের দ্বিতীয় জয়ের খোঁজে আফগানদের মুখোমুখি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে হারের পর অবশ্য পরের ম্যাচেই বাংলাদেশকে ১৩৭ রানে হারিয়ে জয়ে ফিরেছে ইংল্যান্ড। কিউইদের দুই ব্যাটার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পথ হারিয়ে বসেছিল ইংলিশ বোলিং। বাংলাদেশের বিপক্ষে আবার তারা ঘুরে দাঁড়িয়েছে। দুই ম্যাচেই ইংল্যান্ডের ব্যাটিং কিন্তু ভালোই করেছে। ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট– টপঅর্ডারের সবাই অবদান রেখেছেন।
আফগানিস্তান অবশ্য মোটেই ছন্দে নেই। দুটি ম্যাচেই বড় ব্যবধানে পরাজিত হয়েছে। বাংলাদেশের বিপক্ষে তো ১৫৬ রানে অলআউট হয়েছে। ভারতের বিপক্ষে ২৭২ রান করলেও ৮ উইকেটে হেরেছে। দুই ম্যাচেই তাদের ওপেনাররা রান পাননি। ভারতের বিপক্ষে ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া আজমতুল্লাহ উমরজাই ও অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তবে আফগানদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে তাদের বোলাররা একেবারেই পারফর্ম করতে পারছেন না।
ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, ডাভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাগ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক এবং ফজলহক ফারুকি।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস