বিশ্বকাপে শ্রীলংকার অধিনায়কত্ব করবেন মেন্ডিস
১৫ অক্টোবর ২০২৩ ১৪:০০
শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা চোটে পড়েছিলেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। এরপর শনিবার (১৪ অক্টোবর) জানা গেল বিশ্বকাপে আর ফেরা হচ্ছে না লংকান অধিনায়কের। তার বদলে লংকান দলে সুযোগ পেয়েছেন চামিকা করুনারত্নে। তবে এর চেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় তাহলে লংকানদের ব্যাটন কার হাতে উঠবে? জবাব মিলেছে তারও। বিশ্বকাপের বাকি সময়টাতে লংকানদের অধিনায়কত্ব করবেন কুশল মেন্ডিস।
অধিনায়কদের জন্য বিশ্বকাপ যেন চোটে পড়ার মঞ্চ হয়ে উঠেছে! পরশু চেন্নাইয়ে একই ম্যাচে চোটে পড়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন।
২৮ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার কয়েক মাস ধরে সহ–অধিনায়কের দায়িত্বে ছিলেন। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্বও করেছেন। শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি জানিয়েছে। দলটির ব্যবস্থাপক মাহিন্দা হালাংগোডা বলেছেন, ‘দাসুন শানাকা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও আপাতত দলের সঙ্গেই থাকবে।’
শ্রীলংকার বিশ্বকাপ অভিযান এখন পর্যন্ত দুঃস্মৃতিই হয়ে আছে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে রেখে ভারতে যেতে হয়েছে। এবার চোটে ছিটকে গেলেন শানাকাও।
লক্ষ্ণৌতে আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলংকা। নতুন অধিনায়ক মেন্ডিসের নেতৃত্বে লঙ্কানরা ঘুরে দাঁড়াতে পারে কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস