Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঁচা মরার লড়াইয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া-শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০২৩ ০৯:৫৯

বিশ্বকাপে এমন অস্ট্রেলিয়াকে আগে কখনোই দেখেনি ক্রিকেট বিশ্ব। প্রথম দুই ম্যাচে হেরে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে পাঁচবারের বিশ্বকাপজয়ী অজিরা। অজিদের মতো ভালো সময় যাচ্ছে না শ্রীলংকারও, তারাও প্রথম দুই ম্যাচ হেরে বিপাকেই পড়েছে। আজ লখনৌতে তাই দুই দলেরই বাঁচা মরার লড়াই। কামিন্সরা কি পারবেন বিশ্বকাপের প্রথম জয়ে সেমির আশা বাঁচিয়ে রাখতে? নাকি অজিদের হতাশায় ডুবিয়ে জয়ের দেখা পাবেন এশিয়ার সিংহরা?

বিজ্ঞাপন

পরিসংখ্যান

মঞ্চটা যখন বিশ্বকাপ, শ্রীলংকার চেয়ে যোজন যোজন এগিয়ে অজিরা। ১১ দেখায় অজিদের জয় ৮টিতে, শ্রীলংকা জিতেছে দুবার, একটি ম্যাচের ফলাফল আসেনি। এর মাঝে ১৯৯৬ সালের সেই ঐতিহাসিক ফাইনালের জয়টাই লংকানদের বড় প্রাপ্তি।
ওয়ানডেতে দুই দলের মুখোমুখি লড়াইয়েও জয়ের দিকে অনেক এগিয়ে। ১০২ দেখায় অস্ট্রেলিয়ার জয় ৬৩টিতে, শ্রীলংকা জিতেছে ৩৫ ম্যাচে, চারটির ফলাফল আসেনি।

পিচ ও কন্ডিশন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই লখনৌর একানা স্টেডিয়ামেই খেলেছিল অজিরা। সেবার টসে জিতে বোলিং নিয়েও খুব একটা সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। গতকাল সংবাদ সম্মেলনে কামিন্স নিজেই স্বীকার করেছেন, পিচ বুঝে উঠতে বেশ বেগ পেতে হয়েছে তাদের। আজকের পিচও থাকবে ধীরগতি। টসে জিতে শেষ পর্যন্ত দুই অধিনায়ক কি বেছে নেবেন সেটা বলা মুশকিল। আগের ম্যাচের মতো আজও গরমের সাথে লড়াই করতে দলে ক্রিকেটারদের, থাকছে না কোন বৃষ্টির সম্ভাবনা।

দলের খবর

টানা দুই হারে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ব্যাটিং কিংবা ফিল্ডিং, কোন বিভাগেই সুবিধা করতে পারছে না অজিরা। আজ হেরে গেলে অনেকটাই ফিকে হয়ে যাবে সেমিতে খেলার আশা। শ্রীলংকার বিপক্ষে যদিও একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম। একটি সুসংবাদ অবশ্য ম্যাচের আগেই পেয়েছে তারা। ইনজুরি কাটিয়ে দলের সাথে যোগ দিতে ভারতে আসছেন ট্রাভিস হেড।

এদিকে লংকানদের দলে পড়েছে ইনজুরির থাবা। অধিনায়ক দাসুন শানাকা ছিটকে পরেছেন টুর্নামেন্ট থেকে, তার জায়গায় দলে এসেছে চামাকা করুনারত্নে। দলকে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। শানাকার জায়গায় আজ খেলবেন করুনারত্নে।

বিজ্ঞাপন

অধিনায়ক কহেন

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক কামিন্সের সরল স্বীকারোক্তি, প্রতিটি ম্যাচ এখন অস্ট্রেলিয়ার জন্য ফাইনাল, ‘আমরা দুই ম্যাচেই হেরেছি। এখন আমাদের জয়ে ফেরা ছাড়া আর কোন উপায় নেই। প্রতিটা ম্যাচই আমাদের জন্য এক রকম ফাইনাল। সব ম্যাচেই তাই আমাদের জিততে হবে।’

এদিকে হঠাৎ করেই অধিনায়কের দায়িত্ব পাওয়া মেন্ডিসের লক্ষ্যও ঘুরে দাঁড়ানো, ‘অধিনায়কত্ব নিয়ে আমি বেশি ভাবছি না। আমার আগেও এটার অভিজ্ঞতা আছে। ইনজুরির কারণে আমরা হাসারাঙ্গাকে হারিয়েছি আগেই, এবার শানাকও বাদ পড়ল, আমরা দুইজনকেই মিস করছি। নিজের ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। ভালো কিছুর আশা নিয়েই মাঠে নামবে দল।’

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর