ভারতের বিপক্ষে সাকিব কি খেলতে পারবেন?
১৬ অক্টোবর ২০২৩ ১৫:৫৬
নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারা ম্যাচে বড় একটা দুঃসংবাদও পেয়েছে বাংলাদেশ। ঊরুর পেশিতে চোট পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ককে পরে হাসপাতালেও নেওয়া হয়েছিল। আগামী বৃহস্পতিবার পুনেতে স্বাগতিক ভারতের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের পরবর্তী ম্যাচটা খেলবে বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে, চোট পাওয়া সাকিব কি সেই ম্যাচে খেলতে পারবেন?
টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানান, চোট থেকে এখনো পুরোপুরি সেড়ে উঠেননি সাকিব। তবে তিনি ভারতের বিপক্ষে খেলতে চান। আবারও স্ক্যান করে এবং ফিজিওর পরামর্শ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন সুজন।
খালেদ মাহমুদ সুজন বলেন, ‘টুর্নামেন্টে (বাংলাদেশের) এখনো ৬টা ম্যাচ বাকি। আমরা কেউ চাই না একটা ম্যাচ খেলে সে বাকি ম্যাচগুলো মিস করুক। তবে ফিজিওরা একটা সিদ্ধান্ত তো নেবেনই। এটা কোচের সিদ্ধান্ত নয়। সাকিবও তার ব্যাপারটা বুঝবে। আমরা চাই না যে, সাকিব এই ম্যাচ খেলায় তার ক্যারিয়ারের জন্য সমস্যা হোক। কিংবা দীর্ঘ মেয়াদে কোনো বিপদে পড়ুক। আমরা চাইব, সাকিব যদি মনে করে এবং ফিজিওর ছাড়পত্র থাকলে অবশ্যই খেলবে।’
সাকিব খেলবেন কিনা সেটা ফিটনেসের ওপর নির্ভর করছে, স্মরণ করিয়ে দিলেন সুজন, ‘ব্যথা থাকতেই পারে। যেহেতু (মাংসপেশি) ছিঁড়ে যাওয়ার ব্যাপার আছে। তবে বিভিন্ন ক্ষেত্রে, যেমন হাঁটলেও ব্যথা হয়, সাকিবের ওরকম সমস্যা নেই। সে জন্যই আমরা একটু আশাবাদী। তবে মাঠে না গেলে, আস্তে হাঁটা ও দৌড়ের মধ্যে তো পার্থক্য আছে, যেহেতু শেষ ম্যাচে সে রান নিতে গিয়েই ব্যথা পেয়েছিল। কাল (আগামীকাল) হয়তো ওগুলো দেখবে। যদি এমনও বলি ৯০ শতাংশ কিংবা ৯৫ শতাংশ ফিট, শেষ ম্যাচে কিন্তু সে ব্যথা পাওয়ার পরও পুরো ১০ ওভার বোলিং করেছে। সাকিব চাচ্ছে খেলতে, তবে এটা অবশ্যই ওর ফিটনেসের ওপর নির্ভর করছে।’
ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আগামীকাল থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। সাকিব কাল ব্যাটিং করলে তার চোটের বর্তমান অবস্থাটা পরিস্কার হবে বলেছেন খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘আমাদের ধারণা সে খেলতে পারবে। কিন্তু চিকিৎসার কিছু বিষয় তো আছেই। যেহেতু (চোট) আছেই পায়ে, ঝুঁকির একটা ব্যাপার থাকেই। তবে এখন ব্যথা নেই। আজ সুইমিং ছিল, সেখানে কিছু কাজও ছিল। শরীরের উপরিভাগ নিয়ে জিম করবে। কালকে মাঠে ব্যাটিংয়ের পর আমরা হয়তো বুঝতে পারব। একটা স্ক্যানও করানো হবে। স্ক্যান করানোর পর আমরা হয়তো (চোটের ব্যাপারে) পরিষ্কার একটা ছবি পাব।’
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস