উড়ন্ত শুরুর পরেও ২০৯ রানে অল আউট শ্রীলংকা
১৬ অক্টোবর ২০২৩ ১৮:৩৮
টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার পেসারদের দারুণভাবে মোকাবিলা করছিলেন শ্রীলংকার দুই ওপেনার পাথুম নিসাঙ্কা এবং কুশল পেরেরা। ২২তম ওভারে নিসাঙ্কা যখন ফিরলেন তখন লংকানদের স্কোরবোর্ডে রান ১২৫। তখনও পাহাড়সম রানের পুঁজির স্বপ্ন দেখছিল তারা। তবে শেষ দিকের ব্যাটিং ধসে ৪৩.৩ ওভারে শ্রীলংকা ২০৯ রানে অল আউট।
দুই দলই খুঁজছে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়। শ্রীলংকা নিজেদের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কাছে হেরেছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার হার ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে নিজেদের টিকিয়ে রাখতে একে অপরের মুখোমুখি তারা।
বিশ্বকাপে প্রথম জয়ের আশায় মাঠে নামে অস্ট্রেলিয়া ও শ্রীলংকা। প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় লঙ্কানরা। তবে এরপরেই ছন্দ পতন। অস্ট্রেলিয়াকে ২০৯ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। সোমবার (১৬ অক্টোবর) অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লংকানরা।
মারমুখি ব্যাটিংয়ে শতরানের জুটি করে কুসল পেরেরা ও পথুম নিসাঙ্কা। দলীয় ১২৫ রানে ৬৭ বলে ৬১ রানে আউট হন পথুম নিসাঙ্কা। এরপর উইকেটে আসেন অধিনায়ক কুশল মেন্ডিস। তাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করে কুশল পেরেরা। তবে দলীয় ১৫৭ রানে ১৩ বলে ৯ রান করে আউট হন লঙ্কান অধিনায়ক।
কুশলের বিদায়ের পর বিপর্যয় নামে লংকান ব্যাটিংয়ে। ৪২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলংকা। কুশল পেরেরা ৮২ বলে ৭৮ রান করে আউট হন।
এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ৪৩ ওভার ৩ বলে ২০৯ রানে অলআউট হয় লংকানরা। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জ্যাম্পা নেন ৪টি উইকেট। এছাড়া দুটি করে উইকেট নেন প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস