বাবরদের ফিটনেস নিয়ে সন্দিহান আকরাম
১৭ অক্টোবর ২০২৩ ১২:৩৪
ভারতের বিপক্ষে দারুণ শুরুর পরেও শেষমেষ মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। এরপর বড় এক হার! আর এরপরেই পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থারের কাছে এমন হারের ‘কৈফিয়ত’ চেয়েছেন ওয়াসিম আকরাম-শোয়েব মালিক-মঈন খানরা। এবার তো পাকিস্তানের খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা না দেওয়ার বিষয় নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কিংবদন্তি ফাস্ট বোলার আকরাম।
পাকিস্তানের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি পাকিস্তান দলের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে বিস্মিত। এখন কোনো ফিটনেস টেস্ট নেই। মিসবাহ যখন কোচ ও নির্বাচক ছিল, সে ইয়ো-ইয়ো টেস্ট এবং অন্যান্য টেস্ট নিত।’
আকরাম এরপর যোগ করেন, ‘একজন পেশাদার ক্রিকেটারের মাসে অন্তত একবার ফিটনেস টেস্ট দেওয়া উচিত। আপনি যদি এটা (ফিটনেস পরীক্ষা) না করেন, আপনাকে তো ভারতের কাছে হারতেই হবে।’
গত কিছুদিন ধরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডে বইছে পরিবর্তনের হাওয়া। রমিজ রাজা পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব ছাড়ার পর নাজাম শেঠি বেশ কিছুদিন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব পালন করেছেন। সরকারের পালা বদলে পিসিবির চেয়ারম্যান এখন জাকা আশরাফ।
এর প্রভাব পড়েছে ক্রিকেটারদের মধ্যেও। এমনটাই ধারণা ওয়াসিমের, ‘পিসিবি গত তিন বছরে তিনজন চেয়ারম্যান দেখেছে। এটা দলের সদস্যদের মধ্যে ভয় ধরিয়ে দিয়েছে এবং ম্যানেজমেন্টও জানে না তারা পরবর্তী সিরিজে দলের সঙ্গে থাকবে কিনা। ২ উইকেটে ১৫৪ থেকে ১৯১ রানে অল আউট খুবই, খুবই হতাশাজনক।’
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস
ওয়াসিম আকরাম ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ পাকিস্তান ক্রিকেট দল বাবর আজম