Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কটের ফিফটিতে ডাচদের লড়াইয়ের পুঁজি

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০২৩ ১৯:৫২

টস হেরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। তবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ডাচরা। উইকেটের এক প্রান্ত আকড়ে রেখে লড়াই চালিয়ে যান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তার ৬৮ বলে ৭৮ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি দাঁড় করিয়েছে নেদারল্যান্ডস।

ধর্মশালায় বৃষ্টিবিঘ্ন ঘটানোয় নির্ধারিত সময়ে শুরু হয়নি খেলা। এতেই ম্যাচ কার্টেল করে ৪৩ ওভারে নামিয়ে আনা হয়। শেষ পর্যন্ত নির্ধারিত ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান তুলতে পারে নেদারল্যান্ডস। ১৪০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে বিপদে দল। দলের হাল ধরতে এগিয়ে এলেন খোদ অধিনায়কই। খেললেন ৬৯ বলে ৭৮ রানের ইনিংস, অধিনায়কোচিত ইনিংস যাকে বলে! সঙ্গে ভ্যান ডার মারউই ও অর্জুন দত্ত খেলেন ঝড়ো ক্যামিও, ধর্মশালায় ধুঁকতে থাকা নেদারল্যান্ডস তাই পায় ২৪৫ রানের সংগ্রহ।

বিজ্ঞাপন

বৃষ্টি বাগড়ায় টস হয়েছে আধাঘণ্টা পর। টসে জিতে বোলিং নেওয়া দক্ষিণ আফ্রিকাকে মাঠে নামতে অপেক্ষা করতে হয়েছে আরও ঘণ্টাদেড়েক। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা দেরিতে শুরু হওয়া খেলা নেমে আসে ৪৩ ওভারে। মেঘলা আকাশের নিচে মুভমেন্ট পেয়ে পরে দক্ষিণ আফ্রিকান পেসাররা জ্বলে উঠেছেন। চেনা ছন্দে থাকেননি যদিও লুঙ্গি এনগিডি, তার বাইরের বলে অফসাইডে দৃষ্টিনন্দন কয়েকটি চার মারেন ম্যাক্স ও’দুদ। তবে সুইংময় কন্ডিশনে বেশিক্ষণ টিকতে পারেননি দুই ওপেনার।

৭ম ওভারে বিক্রমজিত সিং ১৬ বলে ২ রান করে রাবাদার বলে ক্লাসেনের দুর্দান্ত ক্যাচে ফিরে যান। পরের ওভারেই কিপারে ক্যাচ বানিয়ে ও’দুদকেও ফিরিয়ে দেন মার্কো জ্যানসেন। চারটি চারে ১৮ রানের ইনিংসেই থেমে যেতে হয় তাকে। নয় ওভারের প্রথম পাওয়ারপ্লেতে আর কোন উইকেট না হারিয়ে নেদারল্যান্ডস তুলে ২৮ রান। তবে কিছুক্ষণ পরই তাদের ইনফর্ম ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান রাবাদা। বাস ডি লিড ২ রানে এলবিডাব্লিউ হয়ে যান রাবাদার ভেতরে আসা বলে। ৫ ওভারে ১৮ রানে দুই উইকেট নিয়ে নিজের স্পেল শেষ করেন রাবাদা।

বিজ্ঞাপন

১১২ রানেই ষষ্ট উইকেট খুইয়ে ফেলা ডাচদের তরী এগিয়ে নিতে অধিনায়কই শেষ ভরসা। ২৮ রানের জুটিতে সঙ্গ দিয়ে লোগান ভ্যান বিকও আউট হয়ে যান। এরপর ভ্যান ডার মারউই এসে যেন প্রাণ সঞ্চার করেন ডাচ ইনিংসে। তিন চার ও এক ছয়ে ১৯ বলে ২৯ রানের ক্যামিও খেলে যখন ফিরছেন, ৬৪ রানের জুটিতে নেদারল্যান্ডস পেরিয়ে গেছে দুইশ।

একপাশে দলকে আগলে রাখা এডওয়ার্ডস ৫৩ বলে ফিফটি ছুঁয়ে ফেলেন। মাহরাজের স্পিনে দারুণ সুইপে ৫টি চার মারেন। শেষে এসে পেসারদের বিপক্ষেও গিয়ার পাল্টে সিঙ্গেলের পাশাপাশি নিয়মিত বাউন্ডারি বের করেছেন। ৬৯ বলে ৭৮ রানে অপরাজিত থেকেছেন এডওয়ার্ডস। আরিয়ান দত্ত তিন স্লোয়ারে তিনটি ছক্কা মেরে ৯ বলে ২৩ রানের ক্যামিও খেলে যোগ্য সঙ্গ দেন। শেষ পাঁচ ওভারে ৬৪ রান এনে ২৪৫ রানের পুঁজিতে ম্যাচে প্রাণ ফিরে পায় নেদারল্যান্ডস।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর