Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপেশাদার আচরণে শাস্তি গুরবাজের, শাস্তির মুখে ওয়ার্নারও

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০২৩ ২১:০০

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তিনিই। সেঞ্চুরি না পেলেও আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ খেলেছেন ৮০ রানের ঝকঝকে একটি ইনিংস। আফগানদের ঐতিহাসিক এই জয়ের দিনে অবশ্য একটা দুঃসংবাদ পেয়েছেন গুরবাজ। আউট হওয়ার পর অপেশাদারসুল্ভ আচরণের কারণে শাস্তি পেতে হচ্ছে তাকে। একই কারণে শাস্তির মুখোমুখি হতে পারেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারও।

দিল্লিতে প্রথমে ব্যাট করতে নেমে গুরবাজের ঝড়ো ইনিংসেই দারুণ সূচনা পায় আফগানরা। ৫৭ বলে ৮০ রান করে সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন তিনি। ঠিক তখনই ১৯ তম ওভারে অনাকাঙ্ক্ষিত এক রান আউটের শিকার হন গুরবাজ। আফগান অধিনায়ক শাহিদির ওপরই হয়তো ক্ষোভটা বেশ ছিল তার। সেঞ্চুরি মিস করে প্যাভিলিয়নে ফেরার পথে ব্যাট দিয়ে বাউন্ডারির দড়িতে আঘাত করেছিলেন গুরবাজ। এরপর ড্রেসিংরুমে চেয়ারের ওপরও ক্ষোভ ঝাড়তে দেখা গেছে তাকে। এসব কিছু নজর এড়ায়নি ম্যাচ রেফারির।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত এই ঘটনায় শাস্তি পেতে হচ্ছে গুরবাজকে। ম্যাচ রেফারি জেফ ক্রো আইসিসির ২.২ ধারা অনুযায়ী গুরবাজকে লেভেল-১ মাত্রার শাস্তির আওতায় আনা হয়েছে। তাই একটি ডিমেরিট পয়েন্ট পাচ্ছেন গুরবাজ। ২৪ মাসের মাঝে চার ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞায় খড়গ নেমে আসবে তার ওপর। গুরবাজ এই শাস্তি মেনে নিয়েছেন।

এদিকে গতকাল শ্রীলংকার বিপক্ষে ম্যাচে আউট হয়ে আম্পায়ারের ওপর রাগ দেখিয়ে শাস্তির মুখোমুখি হতে পারেন ওয়ার্নার। মধুশানাকার বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়েছিলেন এই অজি ওপেনার। এই সিদ্ধান্তে যদিও সন্তুষ্ট ছিলেন না ওয়ার্নার। বল লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে চলে যাবে এমনটাই ভেবেছিলেন তিনি। তবে রিভিউতে দেখা যায় বল স্ট্যাম্পে লাগছে, তাই আম্পায়ার জোয়েল উইলসন তার সিদ্ধান্তে অটল থাকেন। এতে বেজায় চটেছিলেন ওয়ার্নার, প্যাভিলিয়নে ফেরার পথে পুরো সময়টাই ক্ষোভের দেখা মিলেছে।

বিজ্ঞাপন

ওয়ার্নারের এই আচরণ মোটেও ভালোভাবে নেননি সাবেক কিউই পেসার সায়মল ডৌল। তার মতে, ওয়ার্নারের অবশ্যই শাস্তি পাওয়া উচিত, ‘ওয়ার্নারের উচিত কিছু ম্যাচ ফি জরিমানার শাস্তি পাওয়া। এটা যদি সে না পায় তাহলে খুবই অবাক হবো। যেভাবে সে আম্পায়ারের দিকে ফিরে তাকিয়ে ক্ষোভ জানিয়েছে সেটা শাস্তির যোগ্য। আম্পায়ার তার সিদ্ধান্ত দিয়েছেন, রিভিউতে সেটা সঠিক প্রমাণিত হয়েছে।’

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ডেভিড ওয়ার্নার রহমানউল্লাহ গুরবাজ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর