প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপে আরেকটি অঘটন দেখাল ডাচরা
১৭ অক্টোবর ২০২৩ ২৩:৩২
বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট হিসেবেই ভারতে আসে দক্ষিণ আফ্রিকা। নামের পাশের হট ফেভারিট তকমার প্রমাণের দেখা মেলে বিশ্বকাপে প্রোটিয়াদের প্রথম দুই ম্যাচেই। শ্রীলংকা ও অস্ট্রেলিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভসূচনা করে তারা। তবে তৃতীয় ম্যাচে এসেই অঘটনের শিকার দক্ষিণ আফ্রিকা। খাতা কলমে নেদারল্যান্ডসের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকলেও ধর্মশালায় ডাচ রূপকথার দেখা মিলল।
ধর্মশালায় বৃষ্টি বিঘ্ন ঘটানয় খেলা নির্ধারিত হয় ৪৩ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে ডাচরা নির্ধারিত ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রানের পুঁজি দাঁড় করায়। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানের ব্যবধানে টপ অর্ডারের চার ব্যাটার হারালে ধসে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার। আর সেই ধস থেকেই আর উঠে দাঁড়াতে পারেনি তারা। শেষ দিকে ডেভিড মিলার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ম্যাচে ফিরতে পারেনি প্রোটিয়ারা। ৪২.৫ ওভারে ২০৭ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। আর তাতেই নেদারল্যান্ডস পেয়ে যায় ৩৮ রানের দুর্দান্ত এক জয়।
শেষের ব্যাটিং আর দারুণ বোলিংয়ে মুগ্ধতা ছড়িয়েছে কমলা শিবির। এর ফলে আফগানিস্তানের পর তারা টুর্নামেন্টের অন্যতম অঘটনের জন্ম দিয়েছে। এই ডাচদের কাছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রোটিয়া দল অঘটনের শিকার হয়েছিল। যা ছিল যেকোনও ফরম্যাটে প্রোটিয়াদের বিপক্ষে ডাচদের প্রথম জয়। মঙ্গলবারও এমনটা হবে তা কে ভেবেছিল? গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে ডাচ দল শেষের ব্যাটিংয়েই সবাইকে অবাক করে দিয়েছে।
লোয়ার অর্ডারের ব্যাটিংয়ে শুরুতেই স্কোরটা চ্যালেঞ্জিং করে ছাড়ে নেদারল্যান্ডস। তবে যে দলটা বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছে তাদের কাছে এই স্কোর চ্যালেঞ্জিং হওয়ার কথা নয়! কিন্তু চোকার্স তকমায় প্রতিষ্ঠিত দলটা শুরুতেই চাপের কাছে ভেঙে পড়ে বাজে ব্যাটিংয়ে! যাদের ব্যাটে বারুদ আশা করা হচ্ছিল সেই কুইন্টন ডি কক (২০), টেম্বা বাভুমা (১৬) ও এইডেন মারক্রামরা (১) ডাচ বোলিংয়ে একে একে সাজঘরে ফিরেছেন ১১ ওভারের মধ্যে।
তারপর ৮৯ রানে ৫ উইকেট হারালে ম্যাচটার গতিপথ প্রায় নির্ধারিত হয়ে যায় তখনই। ডেভিড মিলার শুধু ব্যর্থ লড়াইয়ের চেষ্টা করেছেন। ৫২ বলে ৪৩ রানে আউট হওয়ার পর প্রোটিয়াদের হারটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় মাত্র। কিন্তু কেশব মহারাজ কিছুক্ষণ লড়াই করে হারের ব্যবধান কমাতে অবদান রেখেছেন। ৪২.৫ ওভারে ৪০ রানে তার আউট হতেই ২০৭ রানে শেষ হয়েছে প্রোটিয়াদের ইনিংস।
রোয়েলফ ফন ডার মারইউ কিন্তু এক সময় প্রোটিয়া দলেই খেলেছেন। এই বামহাতি স্পিনার বাভুমা ও রাসি ফন ডার ডুসেনের উইকেট নিয়ে ধস নামাতে অবদান রেখেছেন। ৩৪ রানে তিনি নিয়েছেন দুটি উইকেট। দুটি করে উইকেট শিকার করেছেন লোগান ফন বিক, পল ভ্যান মিকারেন ও বাস ডি লিডও। একটি নিয়েছেন কলিন অ্যাকারম্যান।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস প্রোটিয়া বনাম ডাচ