দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরছেন স্টোকস?
১৮ অক্টোবর ২০২৩ ১২:২২
অবসর ভেঙ্গে ওয়ানডেতে ফিরেছিলেন বিশ্বকাপকে সামনে রেখেই। ইনজুরি অবশ্য বেন স্টোকসকে এখনো মাঠে নামতে দেয়নি। তিন ম্যাচে দুই হারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এখন বেশ দুশ্চিন্তায়। এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সুসংবাদ পেল ইংলিশরা। ইংল্যান্ড কোচ ম্যাথিউ মটের আশা, প্রোটিয়াদের বিপক্ষেই একাদশে থাকতে পারেন স্টোকস।
স্টোকস কবে ফিরছেন, এ নিয়ে আলোচনা চলছে টুর্নামেন্টের শুরু থেকেই। ডাগআউটে থাকলেও মাঠের লড়াইয়ে এখনো অনুপস্থিত ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অন্যতম এই নায়কের। দলের এমন নাজুক অবস্থায় স্টোকসের মতো অলরাউন্ডারকে তাই খুব করেই পেতে চাইছেন ইংলিশ কোচ মট, ‘আমরা তাকে নিয়ে বরাবরই খুব সতর্ক ছিলাম। তবে মেডিকেল টিম জানিয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেই সে ফিরতে পারে। সে দলে ফিরলে সবকিছুই ঠিক পথে ফিরবে যা আগেই হওয়ার কথা ছিল।’
গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও এমন বিপাকে পড়েছিল ইংল্যান্ড। সেই সময় সতীর্থদের উদ্দেশ্যে অনুপ্রেরণাময় ভাষণ দিয়েছিলেন স্টোকস, ফলাফল ইংলিশদের বিশ্বকাপ জয়। মট মনে করেন, স্টোকস ফিরলে ফিরবে ইংল্যান্ডের সেই চিরচেনা আক্রমণাত্মক রূপ, ‘স্টোকস ফিরলে সে সবাইকে উদ্বুদ্ধ করবে। আমরা মাঠে যথেষ্ট আক্রমণাত্মক হতে পারিনি, এটার সুবিধা প্রতিপক্ষ নিয়েছে। আক্রমণাত্মক ইংল্যান্ডকে ফিরিয়ে আনাই স্টোকসের বড় চ্যালেঞ্জ। আশা করি সে এটা করতে পারবে।’
স্টোকস কি শেষ পর্যন্ত পারবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে নেমে ইংল্যান্ডকে জয়ের ধারায় ফেরাতে?
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এফএম