Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৩ ২১:২৭

বিশ্বকাপে বাংলাদেশ দল এই মুহূর্তে অনেকটা ব্যাকফুটেই। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাকফুটে থাকা বাংলাদেশ কাল বিশ্বকাপে নিজেদের পরবর্তী ম্যাচটা খেলবে ভারতের বিপক্ষে। ভারত এমনিতেই শক্ত প্রতিপক্ষ। তার ওপর এই ম্যাচ অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে শঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পাওয়া সাকিব ভারতের বিপক্ষে খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন, সাকিবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল।

বিজ্ঞাপন

তিন দিনের বিশ্রাম শেষে গতকাল অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন করেছেন সাকিবও। বোলিং না করলেও অনেকক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। তবে ম্যাচ খেলার জন্য তিনি পূর্ন ফিট কিনা তা এখনো অজানা বললেন হাথুরুসিংহে। চোট পাওয়ার দিনই স্ক্যান করানো হয়েছিল সাকিবের। আজ আবারও স্ক্যান করানো হয়েছে। টিম ম্যানেজমেন্ট সেই রিপোর্টের অপেক্ষায় বললেন হাথুরু।

আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন হাথুরুসিংহে। সাকিব প্রসঙ্গে হেড কোচ বলেন, ‌‘গতকাল তার ব্যাটিং সেশনটা ভালো ছিল। উইকেটের মাঝে রানিংও করেছিল। আজ একটা স্ক্যান করিয়েছি। এখন রেজাল্টের অপেক্ষায় আছি। এই মুহূর্তে সে ভালো আছে। আমরা এখনো তাকে বোলিং করাইনি। আগামীকাল সকালে তাকে আরও একবার দেখব। এরপর সিদ্ধান্ত নেব।’

তবে সাকিবরে বিষয়ে কোনো ঝুঁকি নেওয়া হবে না, পরিস্কার জানিয়েছেন হাথুরুসিংহে, ‘সে যদি খেলার জন্য প্রস্তুত না হয়, তাহলে আমরা তাকে নিয়ে ঝুঁকি নেব না। যদি প্রস্তুত থাকে, তাহলে আগামীকাল তার খেলার সম্ভাবনা আছে।’

দুদিন আগে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছিলেন পূর্ণ ফিট না হলেও ভারতের বিপক্ষে ম্যাচটা খেলতে চান সাকিব। শেষ পর্যন্ত খেলা না খেলার বিষয়টি সাকিবের উপর নির্ভর করবে কিনা এমন প্রশ্নে হাথুরুসিংহে বলেন, ‘প্রথমত, মেডিকেল বিভাগ তাদের মতামত দেবে। খেলবে নাকি খেলবে না, এটা তারাই প্রথমে জানাবে। সেই খেলোয়াড় কোন অবস্থায় আছে, সেটাও তারা জানাবে। মেডিকেল বিভাগ যদি মনে করে খেললে ক্ষতি হবে না, তাহলে এর পরের সিদ্ধান্তটা খেলোয়াড়ের। অধিনায়ক ও কোচ বিবেচনা করেন ওই খেলোয়াড়ের খেলা উচিত নাকি উচিত নয়। সেই খেলোয়াড় শতভাগ দিতে পারবে নাকি পারবে না, একটা বিভাগে পারফর্ম করবে নাকি দুটি, সেটাও দেখতে হয়। প্রক্রিয়াটা এমনই।’

বিজ্ঞাপন

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৩ নভেম্বর ২০২৪ ১৭:৩১

আরো

সম্পর্কিত খবর