উইনিং কম্বিনেশন নিয়েই বাংলাদেশের মোকাবিলায় ভারত
১৯ অক্টোবর ২০২৩ ০০:৪৫
ঘরের মাঠের বিশ্বকাপ আর সেই বিশ্বকাপে অনুমেয়ভাবেই ফেভারিট ভারত। নিজেদের প্রথম তিন ম্যাচেই প্রতিপক্ষকে এক প্রকার উড়িয়ে দিয়েছে স্বগাতিকরা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া, দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান আর তৃতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে টেবিলের দুইয়ে অবস্থান ভারতের। এবার স্বগাতিকদের সামনে বাংলাদেশ। খাতা কলমে বাংলাদেশ ভারতের চেয়ে পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে ভারতকে ছেড়ে কথা বলেনি টাইগাররা। আর তাই তো তাদের কোনোভাবেই সহজ প্রতিপক্ষ মনে করছে না ভারত।
পুনেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ভারতের বোলিং কোচ পরশ মামব্রে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে একাদশে কোনো পরিবর্তন আনছে না ভারত।
এবারের আসরে ভারতের পাশাপাশি এখন পর্যন্ত নিউজিল্যান্ড একটি ম্যাচও হারেনি। শুরুতে স্বাগতিকরা হারিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। তারপর আফগানিস্তান, পাকিস্তান। যার সবগুলোতেই আবার পরে ব্যাট করে জিতেছে। বাংলাদেশের বিপক্ষে একাদশ নিয়ে প্রশ্ন উঠতেই ভারতের বোলিং কোচ বলেছেন, ‘শুরুর ছন্দটা ধরে রাখা প্রয়োজন। এখন পর্যন্ত রোটেশন কিংবা পরিবর্তনের কোনো আলোচনাই হয়নি। আমরা কালকের ম্যাচেও একই মোমেন্টাম ধরে রাখতে চাই।’
অর্থাৎ ইনিংসের গোড়াপত্তন করবেন অধিনায়ক রোহিত শর্মা এবং সদ্যই ডেঙ্গু থেকে ফেরা শুভমান গিল। তিনে যথারীতি বিরাট কোহলি। এরপর একে একে শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ। তিন পেসারের সঙ্গে একজন স্পিনার। পেস বোলিং অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া আর স্পিন বোলিং অল রাউন্ডার রবিন্দ্র জাদেজা তো থাকছেনই।
বিশ্বকাপের আগে তিন ম্যাচের সিরিজে অজিদের বিপক্ষে সূর্যকুমার ও মোহাম্মদ শামি ভালো নৈপুণ্যে দেখিয়েছিলেন। তবুও বিশ্বকাপে এখনও খেলার সুযোগ হয়নি তাদের। শামির জায়গা নিয়েছেন পেসার মোহাম্মদ সিরাজ। নতুন বলে জসপ্রিত বুমরার সঙ্গী হিসেবে বেছে নেওয়া হয়েছে তাকে। এতই প্রতিদ্বন্দ্বিতা চলছে যে, অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকেও জায়গা পেতে অপেক্ষায় থাকতে হচ্ছে। বিশ্বকাপে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষেই খেলার সুযোগ পেয়েছেন তিনি।
এ ব্যাপারে ভারতীয় কোচ মামব্রে বলেন, ‘সত্যি করে ব্যাপারটা এভাবে আমাদের জন্যও সহজ হচ্ছে না। সামির সঙ্গেও কথা হয়েছে। তবে আমাদের পক্ষ থেকে বার্তাটা পরিষ্কার। উইকেট দেখে যে দলটা সেরা, আমরা সেটাই বেছে নেই।’
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস