Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২৩ ১৪:০৪

মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। পুনেতে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। তার পরিবর্তে ভারতের বিপক্ষে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত।

সাম্প্রতিক সময়ে দুই দলের মুখোমুখি হওয়া মানেই উত্তেজনার পারদ তুঙ্গে ওঠা। মাঠে কিংবা মাঠের বাইরে, সবখানেই যেন জম্পেশ লড়াইয়ের আভাস। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ পুনেতে দেখা হচ্ছে দুই প্রতিবেশী ভারত ও বাংলাদেশের। প্রথম তিন ম্যাচ জিতে সেমির দিকে এগোচ্ছে ভারত, অন্যদিকে মাত্র এক ম্যাচের জয়ের খানিকটা ব্যাকফুটেই আছে বাংলাদেশ। উত্তেজনায় ভরপুর এই ম্যাচে বাংলাদেশ কি পারবে উড়তে থাকা ভারতকে মাটিতে নামিয়ে দারুণ কিছু উপহার দিতে।

বিজ্ঞাপন

মঞ্চটা যখন বিশ্বকাপ, ভারতের বিপক্ষে বাংলাদেশের সুখস্মৃতি এই ২০০৭ সালের ম্যাচটাই। বোলারদের দাপট ও তামিমের সাহসী সেই ইনিংসের কথা কি ভোলা যায়? বিশ্বকাপের ৪ দেখায় ওই একবারই জয় পেয়েছে বাংলাদেশ। এরপর ২০১১, ২০১৫ ও ২০১৯ তিনবার শেষ হাসি হেসেছে ভারত।

ওয়ানডেতে দুই দলের লড়াইয়েও যোজন যোজন এগিয়ে ভারত। ৪০ দেখায় ভারতের জয় ৩১ ম্যাচে, বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচে, একটির ফলাফল হয়নি। তবে সাম্প্রতিক সময়ে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের পক্ষেই কথা বলছে। গত এক বছরে ভারতের সাথে ৪ দেখায় ৩টিতেই জয় সাকিবদের। গত বছর ঘরের মাটিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়। এরপর এশিয়া কাপেও রোহিত-কোহলিদের হারিয়েছিলেন তারা।

বিজ্ঞাপন

এমন পারফরম্যান্সকে সামনে রেখে তাই বাংলাদেশকে মোটেও হালকাভাবে নেবে না ভারত। প্রায় ২৫ বছর পর ভারতের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে খেলতে নামা বাংলাদেশও চাইবে পরিসংখ্যানের পাল্লাটা ভারী করতে।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টস ভারত বনাম বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর