সেমির আশা বাঁচিয়ে রাখার ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া-পাকিস্তান
২০ অক্টোবর ২০২৩ ১১:৩২
প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শ্রীলংকার বিপক্ষে স্বস্তির জয়ে সেমির আশা বাঁচিয়ে রেখেছে প্যাট কামিন্সের দল। অন্যদিকে প্রথম দুই ম্যাচে জয়ের পর ভারতের কাছে বাজেভাবে হেরে ধাক্কা খেয়েছে পাকিস্তান। সেমির পথে টিকে থাকতে আজ অজিদের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছেন না বাবর আজম। সেমির পথে বেঙ্গালুরুতে দুই দলের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শেষ হাসি হাসবে কোন দল?
পরিসংখ্যান
বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে অস্ট্রেলিয়া। এই টুর্নামেন্টে দুই দল মুখোমুখি হয়েছে ১০ বার। এর মধ্যে অজিরা জিতেছে ছয় বার, যার মধ্যে আছে ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনালও। অন্যদিকে পাকিস্তানের জয় চার বার। শেষবার ২০১১ সালের বিশ্বকাপে অজিদের হারানোর স্বাদ পেয়েছিল পাকিস্তান।
ওয়ানডেতে দুই দলের দেখা ১০৭ বার। অস্ট্রেলিয়া শেষ হাসি হেসেছে ৬৯ বার, পাকিস্তানের জয় ৩৪ টিতে, তিন ম্যাচের কোনো ফলাফল আসেনি, একটি হয়েছে টাই।
পিচ ও কন্ডিশন
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামের পিচ আজ ব্যাটারদেরই বাড়তি সুবিধা দেবে, সঙ্গে যোগ হচ্ছে ছোট বাউন্ডারি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্পিনাররাও সুবিধা পাবেন এই পিচে। টসে জিতে তাই ব্যাটিংয়ের সিদ্ধান্তই হয়তো নেবেন দুই দলের অধিনায়ক। আজ বেঙ্গালুরুতে নেই বৃষ্টির সম্ভাবনা।
দলের খবর
ট্রাভিস হেড দলের সঙ্গে যোগ দিলেও আজকের ম্যাচে তার খেলার সম্ভাবনা কম। অস্ট্রেলিয়া খেলাতে পারে আগের ম্যাচে জয়ী একাদশকেই।
পাকিস্তান স্কোয়াডে গত ম্যাচের পর থেকেই পড়েছে জ্বরের কালো ছায়া। তবে অজিদের বিপক্ষে ম্যাচের আগে সবাই সুস্থ হয়ে উঠেছেন বলেই জানা গেছে। এই ম্যাচে পাকিস্তান একাদশে আসতে পারে একটি পরিবর্তন। প্রথমবারের মতো মাঠে নামতে পারেন লেগ স্পিনার উসামা মির, সেক্ষেত্রে মাঠের বাইরে থাকতে হবে মোহাম্মদ নাওয়াজ কিংবা শাদাব খানকে।
অধিনায়ক কহেন
পাকিস্তানকে নিয়ে বাড়তি সতর্কতার কথা ম্যাচের আগেই জানিয়ে রেখেছেন কামিন্স, ‘পাকিস্তান দারুণ একটা দল। তাদের বাবর-রিজওয়ানের মতো ব্যাটার আছে, রিজওয়ান তো এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক (গতকালের ম্যাচের আগ পর্যন্ত ছিলেন)। তাদের পেস বোলিং লাইনআপটাও দুর্দান্ত, দুজন দারুণ স্পিনারও আছে। তাদের বিপক্ষে জয় পাওয়াটা মোটেও সহজ হবে না।’
সম্ভাব্য একাদশ (অস্ট্রেলিয়া)
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।
সম্ভাব্য একাদশ (পাকিস্তান)
ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সোউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান/মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হাসান আলী, শাহিন আফ্রিদি, হারিস রউফ।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এফএম/টিআর
অস্ট্রেলিয়া ক্রিকেট দল অস্ট্রেলিয়া-পাকিস্তান ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ পাকিস্তান ক্রিকেট দল