ওয়াসিম-মিসবাহদের প্রশ্ন— মাহমুদউল্লাহ এত নিচে কেন
২০ অক্টোবর ২০২৩ ২০:৩১
মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্বকাপ দলে জায়গা পাবেন কিনা বিশ্বকাপের আগে এমন আলোচনা বেশ সরব ছিল ক্রিকেটপাড়ায়। শেষ পর্যন্ত রিয়াদ বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন এবং পারফরর্মও করছেন। বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিন ম্যাচে সুযোগ পাওয়া রিয়াদ একটি ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। অপর দুটিতে দারুণ দুটি ইনিংসে খেলেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ছিলেন ৪১ রান করে, ভারতের বিপক্ষে করেছেন ৪৬ রান। ৭, ৮ নম্বরে ব্যাটিং করানো হচ্ছে মাহমুদউল্লাহকে। বিষয়টা মানতে পারছেন না ওয়াসিম আকরাম, মিসবাহ উল-হক, শোয়েব মালিকা।
মাহমুদউল্লাহ, মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের আরও উপরে ব্যাটিং করানোর পরামর্শ দিয়েছেন পাকিস্তান সাবেকরা। বিশ্বকাপ চলাকালে পাকিস্তানি টিভি চ্যানেল এ স্পোর্টস-এ বিশ্লেষক হিসেবে কাজ করছেন ওয়াসিম আকরাম, মিসবাহ উল-হক, মঈন খানরা। ভারত-বাংলাদেশ ম্যাচের পর বাংলাদেশের ব্যাটিং অর্ডার নির্বাচন নিয়ে সমালোচনা করেছেন তারা।
ভারতের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ২৫৬ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। প্রথম উইকেট জুটিতে ৯৩ রান তুলেছিল বাংলাদেশ। কিন্তু মিডল অর্ডারে নিয়মিত বিরতিতে উইকটে হারিয়ে পরে চাপে পড়ে যায় টাইগাররা।
মিডল অর্ডারের এমন দশার কারণে অভিজ্ঞ মাহমুদউল্লাহ-মুশফিকদের উপরে খেলানো উচিত মনে করছেন ওয়াসিম-মিসবাহরা। মিসবাহ উল-হক বলেন, ‘একটা ভালো শুরুই করেছিল বাংলাদেশ। যেহেতু সাকিব খেলতে পারেনি, তাই মাহমুদউল্লাহকে ওপরের দিকে ব্যাটিং করিয়ে খেলার সুযোগ দেওয়া উচিত ছিল। মুশফিক ফর্মে ছিল। বাংলাদেশ মাহমুদউল্লাহকে দিয়ে ইনিংস শেষ করাতে চাচ্ছে ভালোভাবে। কিন্তু পরিস্থিতি অনুযায়ী তো পরিকল্পনা করতে হবে।’
মঈন খান বলেন, ‘আমার দৃষ্টিতে দলের সবচেয়ে ঠান্ডা মাথার ব্যাটসম্যান। তাকে নিচের দিকে নামিয়ে সেভাবে ব্যবহার করা হচ্ছে না। মাহমুদউল্লাহ ফিনিশ করবে, ঠিক আছে। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর তার ওপর চাপ তৈরি হয়ে যাচ্ছে।’
ওয়াসিম আকরাম মাহমুদউল্লাহর এতো নিচে ব্যাটিং করানো নিয়ে বিস্ময়ই প্রকাশ করেছেন, ‘আপনার মিডল অর্ডারে যখন এত সমস্যা, তখন আপনার সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় এত নিচে ব্যাটিং করে! মাহমুদউল্লাহ কেন ৭-৮ নম্বরে ব্যাট করবে? তার টেকনিক ভালো, অভিজ্ঞও। বুঝলাম সে ফিনিশার। কিন্তু ফিনিশারের প্রয়োজন তখন পড়বে, যখন আপনার মিডল অর্ডার কাজ করে।’
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস