কোহলির ব্যাটিং থেকে লিটনদের শিক্ষা নিতে বললেন শ্রীরাম
২১ অক্টোবর ২০২৩ ১২:২৬
বাংলাদেশের বিপক্ষে রান তাড়া করতে নেমে অসাধারণ এক সেঞ্চুরিতে ভারতকে টানা চতুর্থ জয় এনে দিয়েছেন বিরাট কোহলি। ওয়ানডেতে নিজের ৪৮তম সেঞ্চুরি তুলে নেওয়া কোহলির প্রশংসায় পঞ্চমুখ সবাই।
গাজী টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের টেকনিকাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামও বলছেন, লিটন-শান্ত-সাকিবদের উচিত কোহলির ব্যাটিং থেকে শিক্ষা নেওয়া।
বিশ্বকাপে নিজেদের চার ম্যাচের তিনটিতেই হেরেছেন সাকিবরা। প্রায় প্রতি ম্যাচেই ব্যাটারদের দুর্দশা রীতিমতো পীড়াদায়ক। শ্রীরামের মতে, বাংলাদেশের ব্যাটাররা রানে ফিরতে চাইলে তাদের উচিত হবে কোহলির ব্যাটিং থেকে অনুপ্রেরণা নেওয়া।
শ্রীরাম বলেন, ‘কোহলির ইনিংসটা দারুণ ছিল, তাই না? ৭০-৮০ রান পর্যন্ত সে একটি বলও মাটির ওপরে মারেনি। তার ব্যাটিং, গ্যাপে চার মারা, রান নেওয়া— সবকিছু থেকেই শেখার অনেক কিছু আছে। সে কীভাবে ব্যাটিং করে, এটা থেকে আমাদের ছেলেরা অনেক কিছুই শিখতে পারে।’
বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্সে নিজের হতাশার কথাও তুলে ধরেন শ্রীরাম, ‘আসলে এটা খুবই হতাশাজনক। বিশ্বকাপ অনেক লম্বা একটা টুর্নামেন্ট। প্রতিটা হারই আপনাকে কষ্ট দেবে। তবে এর মাঝেই আপনাকে ঘুরে দাঁড়ানোর রাস্তা বের করতে হবে, পরের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে।’
ভারতের বিপক্ষে ম্যাচে ভালো শুরু করেও বড় ইনিংস উপহার দিতে পারেননি দুই ওপেনার। লিটন-তামিমের ওপর শ্রীরামের হতাশা তাই একটু বেশি, ‘আমার মনে হয় না কারও তেমন কোনো সমস্যা আছে। শুধু ক্রিজে গিয়ে রান করতে হবে। তামিম-লিটন দুজনেরই হতাশ হওয়ার কথা। দারুণ শুরুর পর তারা বড় ইনিংস খেলতে পারেনি। তাদের এমন আউট হওয়া আসলেও খুব হতাশাজনক ছিল।’
ভারতের সঙ্গে হার নিয়ে টাকা তিন হারের পর অবশ্য ঘুরে দাঁড়ানোর খুব বেশি সময় পাচ্ছে না টাইগাররা। আগামী মঙ্গলবারই তাদের মুখোমুখি হতে হবে দক্ষিণ আফ্রিকার। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের সেই ম্যাচে টাইগার ব্যাটাররা কি পারবেন শ্রীরামের পরামর্শ মেনে রানের ধারাবাহিকতায় ফিরতে? মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামেই মিলবে সেই উত্তর।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এফএম/টিআর
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টাইগারদের ব্যাটিং বাংলাদেশ ক্রিকেট দল শ্রীধরন শ্রীরাম