Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলি-জাদেজাদের শক্তি বাঁচিয়ে ফিল্ডিং করার পরামর্শ হিলির

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২৩ ১৪:৪৯

বিশ্বকাপের প্রথম চার ম্যাচের সবগুলোতে জয় পেয়ে উড়ছে স্বাগতিক ভারত। ব্যাটিং কিংবা বোলিং শুধু নয়, ফিল্ডিংয়েও দুর্দান্ত ফর্মে আছেন জাদেজা-কোহলিরা। ফিল্ডিংয়ে ভারতের সাফল্য সমর্থকদের আনন্দ জোগালেও এটা নিয়ে সতর্কবার্তাও শোনালেন সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার ইয়ান হিলি। হিলি বলছেন, টুর্নামেন্টের শুরুতেই ফিল্ডিংয়ে অতিরিক্ত শক্তিক্ষয় করে পরবর্তীতে বিপাকে পড়তে পারে ভারত।

মাঠে ভারতীয়দের ফিল্ডিং এবারের বিশ্বকাপের অন্যতম সেরা। ক্যাচ কিংবা রান ঠেকানো, সবকিছুতেই যেন অন্যদের ছাড়িয়ে যাচ্ছেন কোহলিরা। নিজেদের সবটুকু উজাড় করেই ফিল্ডিং করছেন তারা। ম্যাচ শেষে দিনের সেরা ফিল্ডারের মেডেলও দেওয়া হচ্ছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

হিলি বলছেন, ফিল্ডিংয়ে এত বেশি উজাড় করে দিলে টুর্নামেন্টের শেষের দিকে বিপাকে পড়তে পারে ভারত, ‘ভারতের সবাই দুর্দান্ত ফর্মে আছে। রোহিত, গিল, কোহলিরা সবাই রান পাচ্ছে। তবে আমার ভয় হচ্ছে অন্য জায়গায়। সবাই যেভাবে ফিল্ডিংয়ে এত উজাড় করে দিচ্ছে নিজেদের, এটা শঙ্কার কারণ হতে পারে। টুর্নামেন্টের শুরুতেই যদি আপনি নিজের শক্তি অতিরিক্ত ক্ষয় করে ফেলেন, তাহলে শেষের দিকে গিয়ে এটা সমস্যা তৈরি করবে। ফিল্ডিং ভালো করলে দর্শকও আনন্দ পায়, কিন্তু এটার বিপদও আছে।’

ভারতীয় ক্রিকেটারদের নিজেদের শক্তি বাঁচিয়ে রাখতে পরামর্শ হিলির, ‘টুর্নামেন্টের অনেক সময় বাকি। অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে সামনে। আমি আশা করব ক্রিকেটাররা নিজেদের শক্তির ব্যাপারটা বিবেচনা করেই মাঠে ফিল্ডিং করবে।’

আগামী ২২ অক্টোবর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। রান ঠেকাতে গিয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে এই ম্যাচ খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া।

বিজ্ঞাপন

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর