ঝড়ো ব্যাটিংয়ে ইংলিশদের ৪০০ রানের লক্ষ্য দিল প্রোটিয়ারা
২১ অক্টোবর ২০২৩ ১৮:৩৯
বিশ্বকাপে একের পর এক ঝড়ো ব্যাটিং দেখিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে শুরু প্রোটিয়াদের। এবার ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে হেনরিখ ক্লাসেনের ঝড়ো শতকের সঙ্গে মার্কো জ্যানসেন, রেজা হেন্ড্রিকস এবং রসি ভ্যান ডার ডুসেনের ফিফটিতে ভর করে রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৯৯ রান তুলতে পারে প্রোটিয়ারা।
অসুস্থতার কারণে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা এদিন একাদশে নেই। তার বদলে সুযোগ পেয়েছেন রেজা হেন্ড্রিকস। আর সুযোগ পেয়েই ৭৫ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। তার সঙ্গে ভ্যান ডার ডুসেনের ৬১ বলে ৬০ রানের ইনিংস। এরপর দ্রুত উইকেট হারালেও হেনরিখ ক্লাসেনের ৬৭ বলে ১০৯ রান আর মার্কো জ্যানসেনের ৪২ বলে ৭৫ রানের জড়ো ইনিংস খেলেন। এতেই রানের পাহাড় গড়ে প্রোটিয়ারা।
টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ৪ রানে ২ বলে ৪ রান করে আউট হন কুইন্টন ডি কক। এরপর ক্রিজে আসেন রসি ভ্যান ডার ডুসেন। তাকে নিয়ে ১২১ রানের জুটি গড়েন রেজা হেনড্রিকস। দলীয় ১২৫ রানে ৬১ বলে ৬০ রান করে আউট হন ভ্যান ডুসেন। এরপর উইকেটে আসেন অধিনায়ক এইডেন মার্করাম। তাকে নিয়ে ৩৯ রানের জুটি গড়েন রেজা হেনরিখস। দলীয় ১৬৪ রানে ৭৫ বলে ৮৫ রানে আউট হন হেনড্রিকস।
রেজা ফিরলে ব্যাট হাতে আসেন হেনরিখ ক্লাসেন। তাকে নিয়ে আক্রামণাত্নক ব্যাটিং করতে থাকে অধিনায়ক এইডেন মার্করাম। দুইজনে গড়েন ৬৯ রানের জুটি। দলীয় ২৩৩ রানে ৪৪ বলে ৪২ রান করে আউট হন অধিনায়ক এইডেন মার্করাম। তার বিদায়ের পর দ্রুত ফেরেন ডেভিড মিলারও। মাত্র ৬ বলে ৫ রান করেন তিনি।
ষষ্ঠ উইকেটে মার্কো জ্যানসেনকে সঙ্গী করে ঝড় তোলেন ক্লাসেন। ৬২ বলে নিজের শতক পূরণ করেন হেনরিখ ক্লাসেন। দলীয় ৩৯৪ রানে ৬৭ বলে ১০৯ রান করেন হেনরিখ ক্লাসেন।
এরপর দলীয় ৩৯৮ রানে আউট হন গেরাল্ড কোয়েতজে। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের পক্ষে রেস টপলি নেন ৩টি উইকেট।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস