Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ার্নারের সঙ্গে আর ওপেনিং করা হচ্ছে না মার্শের

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২৩ ১৮:৪৮

পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়েছিলেন মিচেল মার্শ এবং ডেভিড ওয়ার্নার। ঝড়ো সেঞ্চুরি পেয়েছিলেন দুই ওপেনারই। আর তাতেই ২৫৯ রানের গড়েছিলেন জুটির রেকর্ড। তবে বিশ্বকাপের বাকি অংশে আর উদ্বোধনী জুটিতে দেখা যাবে না তাদের। কেননা চোট থেকে সেরে উঠে একাদশে ফিরছেন নিয়মিত ওপেনার ট্রাভিস হেড। ওয়ার্নারের সঙ্গে ওপেনিংয়ে এরপর থেকে দেখা যাবে তাকেই।

বেঙ্গালুরুতে গতকাল শুক্রবার হাই-স্কোরিং ম্যাচে পাকিস্তানকে ৬২ রানে হারায় অজিরা। ওয়ার্নার ১২৪ বলে ১৬৩ আর মার্শ ১০৮ বলে ১২১ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন। একই দিনে অস্ট্রেলিয়ার স্কোয়াডে যুক্ত হয়েছেন হেড। গত মাসে হাতে চিড় ধরার পর দেশে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে গিয়েছিলেন তিনি। আসরের শেষভাগে তাকে পাওয়ার আশায় অজিদের বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত রাখা হয়েছিল। প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে উঠে হেড এখন মাঠে ফেরার অপেক্ষায়। আগামী বুধবার দিল্লিতে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার জন্য তৈরি আছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (২১ অক্টোবর) অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি বিষয়টি নিশ্চিত করেন, ‘এটা পরিষ্কার যে (ফেরার পর হেড ইনিংসের) একদম শুরুতে খেলবে। আমাদের হয়ে সেখানে সে চমৎকার খেলছে এবং ওই জায়গাতেই সে ঢুকবে। এরপর আমরা হিসাবনিকাশ করে দেখব যে কখন (ম্যাচ), কাদের বিপক্ষে খেলা, উইকেট কেমন এবং আমাদের কী কী দরকার।’

চোটে পড়ার আগে দুর্দান্ত ফর্মে ছিলেন হেড। ২০২২ সালে চার বছর পর অস্ট্রেলিয়া দলে সুযোগ মেলে হেডের। এরপর খেলেন টানা ১৬টি ম্যাচও। এই সময়ে ৬০.৮৪ গড়ে ও ১১৯.৮৪ স্ট্রাইক রেটে তার রান ৭৯১। দুটি সেঞ্চুরির সঙ্গে পাঁচটি হাফসেঞ্চুরি করেছেন তিনি। ওই ১৬ ইনিংসের ১৩টিতেই হেড করেছেন ইনিংসের গোড়াপত্তন। আর তিনি রান তুলেছেন ১২৭.০৮ স্ট্রাইক রেটে।

বিজ্ঞাপন

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ট্রাভিস হেড ডেভিড ওয়ার্নার মিচেল মার্শ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর