চলে গেলেন কিংবদন্তি ফুটবলার স্যার ববি চার্লটন
২১ অক্টোবর ২০২৩ ২২:৫৩
ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ কিংবদন্তি ফুটবলার স্যার ববি চার্লটন আর নেই। শনিবার (২১ অক্টোবর) তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই কিংবদন্তি ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপজয়ী ফুটবলার শেষ নিশ্বাস ত্যাগ করেছেন আজ। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
স্যার চার্লটনের পরিবার জানিয়েছে, এই কিংবদন্তি ফুটবলার স্থানীয় সময় আজ সকালে শান্তিতে শেষনিশ্বাস ত্যাগ করেন।
বিবৃতিতে জানানো হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, শনিবার সকালে স্যার ববি মৃত্যুবরণ করেছে। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। যারা তার এগিয়ে চলার পথে যত্ন নিয়েছেন, সমর্থন ও ভালোবাসা দিয়েছেন তাদের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা।’
১৯৬৬ সালে নিজেদের মাটিতে হওয়া বিশ্বকাপে শিরোপা জেতে ইংল্যান্ড। সেটিই থ্রি-লায়নদের একমাত্র শিরোপা। ইংল্যান্ডের সেই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য বা কি-ফিগার ছিলেন স্যার চার্লটন। জাতীয় দলের হয়ে ১০৬ ম্যাচ খেলে ৪৯ গোল করেছেন তিনি। সে সময় এটি ছিল ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড।
১৭ বছরের পেশাদারি ক্যারিয়ারে ইউনাইটেডের হয়ে স্যার চার্লটন জিতেছেন তিনটি লিগ শিরোপা, একটি ইউরোপা কাপ ও একটি এফএ কাপ।
দীর্ঘদিন ডিমেনশিয়া রোগে ভুগছিলেন স্যার চার্লটন। ২০২২ সালের নভেম্বরে এই রোগ ধরা পড়ে তার।
সারাবাংলা/এসএস
ইংল্যান্ড কিংবদন্তি ফুটবলার ম্যানচেস্টার ইউনাইটেড স্যার ববি চার্লটন