দুর্দশার মধ্যেই ইংলিশ শিবিরে বড় ধাক্কা
২৩ অক্টোবর ২০২৩ ১১:০৩
চার ম্যাচে তিন হার, পয়েন্ট টেবিলে অবস্থান নবমে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড যে গ্রুপ পর্বে এমন পরিস্থিতিতে পড়বে, সেটা হয়ত কেউ টুর্নামেন্ট শুরুর আগে কল্পনাও করেননি। এসবের মাঝেই মরার উপর খাড়ার ঘা হয়ে ইংলিশ শিবিরে ইনজুরি শঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে পাওয়া আঙ্গুলের ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ইংলিশ পেসার রিস টপলির।
নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে জায়গা হয়নি টপলির। সেই ম্যাচে হেরেছিল ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ধর্মশালায় বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই বাজিমাত করেন টপলি। ৪৩ রানে ৪ উইকেট নিয়ে একাই ভেঙ্গে দিয়েছেন বাংলাদেশের টপ অর্ডার। আফগানিস্তানের বিপক্ষে নিয়েছিলেন এক উইকেট। গতদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দারুণ বোলিং করে তুলে নিয়েছিলেন তিন উইকেট।
তবে প্রোটিয়াদের বিপক্ষে সেই ম্যাচটাই কাল হয়ে দাঁড়ালো টপলির জন্য। ফিল্ডিং করতে গিয়ে তর্জনীতে আঘাত পেয়েছিলেন তিনি। বেশ কিছুক্ষণ মাঠের বাইরে ছিলেন তিনি। পরে আঙ্গুলে ব্যান্ডেজ লাগিয়েই বোলিং করেছেন টপলি। ম্যাচের পর স্ক্যান রিপোর্টে জানা যায় আঙ্গুলে চিড় ধরেছে তার, ফলে বিশ্বকাপে আর দেখা যাবে না টপলিকে।
এখন পর্যন্ত ৮ উইকেট নিয়ে টুর্নামেন্টে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি টপলিকে হারিয়ে স্বভাবতই বেশ বিপাকে ইংলিশরা। টপলির বদলি হিসেবে কে আসবেন স্কোয়াডে সেটা নিয়েই চলছে আলোচনা। অনেকে ভেবেছিলেন জোফরা আর্চারকে দেখা যেতে পারে বিশ্বকাপে কারণ তিনি কিছুদিন আগেই দলের সাথে যোগ দিয়েছেন। তবে ইংল্যান্ড কোচ ম্যাথিউ মট নিশ্চিত করেছেন যে আর্চার স্কোয়াডে থাকছেন না। শেষ পর্যন্ত কাকে দলে নেয় ইংল্যান্ড, সেটা জানা যাবে ২৬ অক্টোবর শ্রীলংকার বিপক্ষে ম্যাচের আগেই।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এফএম