দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব-তাসকিনকে কি পাবে বাংলাদেশ?
২৩ অক্টোবর ২০২৩ ১৪:০৫
সেমিফাইনালের স্বপ্ন দেখিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছে বাংলাদেশ। তবে সেই স্বপ্ন এখন অনেকটাই ফিকে। টুর্নামেন্টে নিজেদের প্রথম চার ম্যাচের তিনটিতেই হেরেছে বাংলাদেশ। কাল পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার। এই ম্যাচটা হারলে সেমির স্বপ্ন কার্যত শেষ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের আত্মবিশ্বাস তলানীতে, ইনজুরি সমস্যা নিয়েও ভাবতে হচ্ছে বাংলাদেশকে।
ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। তাসকিন আহমেদও ছিলেন না একাদশে। প্রশ্ন হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে কি খেলতে পারবেন এই দুজন?
নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে ঊরুর ইনজুরিতে পরেছিলেন সাকিব। পরে দুই দফা স্ক্যান করানো হয়। শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে খেলতে পারেননি। তাসকিনের ডান কাঁধের ইনজুরিটা পুরনো। নতুন করে সেই ব্যথা জেগে উঠেছে। ভারতের বিপক্ষে খেলেননি তাসকিন। তার আগের ম্যাচগুলো খেললেও কোনো ম্যাচেই নিজের কোটার ১০ ওভার পূর্ন করেননি। এতেও আন্দাজ করা যায় চোট তাকে ভোগাচ্ছে।
দক্ষিণ আফ্রিকা ম্যাচকে সামনে রেখে গতকাল অনুশীলন করেছে বাংলাদেশ দল। তাসকিন আহমেদ অনুশীলনে থাকলেও বোলিং করেননি। এদিকে, সাকিব আল হাসান কাল অনুশীলনে অনেকক্ষণ ব্যাটিং করেছেন। তবে সাকিবকে বোলিং করতে দেখা যায়নি।
আজ আবারও অনুশীলনে নামবে বাংলাদেশ। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ফ্লাড লাইটের আলোতে অনুশীলন শুরু করবেন বাংলাদেশি ক্রিকেটাররা। আজ সাকিব-তাসকিন কতোটা স্বচ্ছন্দ বোধ করেন সেটার ওপর তাদের আগামীকালের ম্যাচ খেলার বিষয়টি নির্ভর করবে।
তবে টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া যাবে সাকিবকে। কিন্তু তাসকিন আহমেদকে নিয়ে এখনো ধোঁয়াশা।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস