চলে গেলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিষাণ সিং বেদি
২৩ অক্টোবর ২০২৩ ১৯:৩০
১৯৬৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভারতের হয়ে মাঠে তুলেছেন ঘূর্ণির ঝড়। ৬৭টি টেস্ট খেলে নামের পাশে উইকেট সংখ্যা ২৬৬টি। ২৩ অক্টোবর ৭৭ বছর বয়সে চলে গেলেন ভারতের কিংবদন্তি স্পিনার বিষাণ সিং বেদি।
দুই বছর আগে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে নেওয়া হয়েছিল হাসপাতালে। এরপর অস্ত্রোপচারও করানো হয়। তবে এরপরও দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
বিষাণ সিং বেদি ২৫ সেপ্টেম্বর ১৯৪৬ সালে ভারতের অমৃতসরে জন্মগ্রহণ করেন। একজন অত্যন্ত দক্ষ বাঁ-হাতি স্পিনার ছিলেন তিনি। ১৯৬৬ সালে তার আন্তর্জাতিক ক্রিকেট যাত্রা শুরু করেন। ১৯৭৯ সাল পর্যন্ত ভারতের প্রতিনিধিত্ব করেন। ১৯৭১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
৬৭টি টেস্ট খেললেও ওডিআই ক্রিকেট খেলেছিলেন মাত্র ১০টি। তবে ওডিআই ফরম্য়াটে ভারতের প্রথম জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। ১৯৭৫ সালের বিশ্বকাপে প্রথম বার ওডিআই ম্যাচে জয় পায় ভারত। পূর্ব আফ্রিকার বিরুদ্ধে ১২ ওভারে ৮টি মেডেন এবং মাত্র ৬ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন বিষাণ সিং বেদি।
টেস্টে ১৪ বার উইকেট এবং এক ম্যাচে ১০ উইকেটও নিয়েছিলেন। অবসরের পরও নানা ভাবে ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস