Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পয়েন্ট টেবিলে আমরা কিন্তু খুব একটা খারাপ অবস্থানে নেই: সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৩ ২১:৪৩

বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে একটিতে জেতা বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে। অবশ্য পয়েন্ট টেবিলের ছয় থেকে দশ পর্যন্ত এই পাঁচ দলের পয়েন্টই ২। রান রেটের হিসেবে কেউ এগিয়ে আছে, কেউ পিছিয়ে। এবং এই পাঁচ দলের সবারই পাঁচটি করে খেলা বাকি। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান মনে করছেন, তার দল টেবিলে খুব একটা পিছিয়ে নেই।

সেমিফাইনাল খেলতে হলে বাংলাদেশকে তাদের বাকি পাঁচ ম্যাচই জিততে হবে। কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। প্রোটিয়ারা এখন পর্যন্ত রীতিমতো উড়ছে। বিশেষ করে ব্যাটিং ডিপার্টমেন্ট। শ্রীলংকার বিপক্ষে ৪২৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার বিপক্ষে কদিন আগে তুলেছে ৩৯৯ রান।

বিজ্ঞাপন

তবে স্বাভাবিকভাবে ইতিবাচকই ভাবছেন সাকিব। একটা জয় পেলেই দল মোমেন্টাম পেয়ে যাবে। সেটাই ভাবছেন বাংলাদেশ অধিনায়ক। দক্ষিণ আফ্রিকা ম্যাচ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘স্বাভাবিকভাবেই অনেক ভালো খেলতে হবে, দক্ষিণ আফ্রিকা ৪টির ৩টি জিতেছে, ওরা অনেক ভালো অবস্থানে আছে। তবে যেটি বললাম, এটার মানে এই না যে সব শেষ। ৫টি ম্যাচ আছে, কাল অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। জিততে পারলে মোমেন্টাম পেয়ে যাব, খুবই ভালো অবস্থানে চলে আসব। যদিও খুব একটা ম্যাচ জিতিনি, তবে পয়েন্ট তালিকা দেখলে খুব একটা বাজে অবস্থায় নেই।’

‘আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে। বিশ্বকাপে আগের ম্যাচে জিতলেন না হারলেন, তাতে কিছু যায় আসে না। নির্দিষ্ট দিনে কে পারফর্ম করছে সেটিই ব্যাপার।’- বলেছেন সাকিব।

দুর্দান্ত খেলতে থাকা দক্ষিণ অফ্রিকা আবার পা হড়কেছে নেদারল্যান্ডসের বিপক্ষে। বাকি তিন ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়া প্রোটিয়াসরা কদিন আগে যোজন যোজন পিছিয়ে থাকা নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৮ রানে হেরেছে। দক্ষিণ আফ্রিকার সেই হার থেকেও অনু্প্রেরণা খুঁজছেন সাকিব।

বিজ্ঞাপন

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকাকে উড়তে দেখেছি, আবার নেদারল্যান্ডসের কাছে হারতে দেখেছি। ইংল্যান্ডের বিপক্ষে আবার দুর্দান্ত খেলেছে। এর মানে এসব ব্যাপার ক্রিকেটে হয়, বিশেষ করে বিশ্বকাপে। যেভাবে নিজেদের প্রস্তুত করতে চাই, সেভাবেই করব। নিজেদের সেরা খেলাটা খেলতে চাই। এরপর দেখব আমরা কোথায় আছি।’

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর