Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্দান্ত আফগানিস্তান হারিয়ে দিল পাকিস্তানকে

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৩ ২২:৪৬

আগে ব্যাটিং করে ২৮২ রান তুলেছিল পাকিস্তান। চেন্নাইয়ের পিচে এই রানকে যথেষ্টই মনে হচ্ছিল। একে তো স্লো পিচ, তার ওপর দ্বিতীয় ইনিংসে বল নিচুও হয়ে আসে। তবে পাকিস্তানের বিপক্ষে সব কিছুই জয় করল আফগানিস্তান। দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের দুর্দান্ত শুরুর পর রহমত শাহ ও হাশমতউল্লাহ শাহিদি পাত্তাই দেননি পাকিস্তানি বোলিং আক্রমণকে। দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটে ম্যাচ জিতেছে আফগানিস্তান।

বিজ্ঞাপন

৬ বল বাকি থাকতে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য ২৮৬ রান তুলে ফেলেন আফগানরা। এতে ইতিহাসও হলো আফগানদের। ওয়ানডে বিশ্বকাপে এর আগে মাত্র একটা জয় ছিল তাদের। এই বিশ্বকাপে এরই মধ্যে দুই জয় পেলেন রশিদ খান, মোহাম্মদ নবীরা। দুটিই আবার সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে। পাকিস্তানকে হারানোর কদিন আগে ইংল্যান্ডকেও হারিয়েছে আফগানিস্তান।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে এই প্রথম জয় পেল আফগানরা। এর আগে সাত বারের দেখায় হেরেছিল প্রতিবারই। এছাড়া ওয়ানডে ফরম্যাটে এর আগে এতো রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল না আফগানিস্তানের। সব মিলিয়ে আজকের দিনটা শুধুই আফগানদের।

অপর দিকে পাকিস্তান এই দিন ভুলতে চাইবে নিশ্চয়। এই হারে পাকিস্তানের সেমিফাইনালের সমীকরণ অনেকটাই অনিশ্চিত হয়ে পরল। এখন পর্যন্ত বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলা পাকিস্তান এ নিয়ে তৃতীয়বার হারল।

সোমবার (২৩ অক্টোবর) চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে রান তাড়ায় আফগানদের শুরুটা হয়েছে দুর্দান্ত। শুরু থেকেই পাকিস্তানি বোলিং আক্রমণের বিপক্ষে দাপট দেখিয়ে খেলেছে আফগানিস্তান। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ৩৮ বলেই ফিফটি পূর্ণ করেছেন, অপর ওপেনার ইব্রাহিম জাদরানের লেগেছে ৫৪ বল।

শাহিন শাহ আফ্রিদির বলে ইনিংসের ২২তম ওভারে ৫৩ বলে ৬৫ রান করা গুরবাজ যখন ফিরলেন ততোক্ষণে ১৩০ রানে পৌঁছে গেছে আফগানিস্তান। এমন দাপুটে শুরু পাওয়া আফগানিস্তানকে থামাতে হলে পরপর উইকেট নিতে হতো। পাকিস্তান সেটা তো পারেইনি উল্টো সময় বাড়ার সঙ্গে সঙ্গে চাপে পড়েছে।

ইব্রাহিম জাদরান ১১৩ বল খেলে ৮৭ রানে ফিরেছেন দলীয় ১৯০ রানের মাথায়। রহমত শাহ ও অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি বাকি কাজটা সেরেছেন দুর্দান্তভাবে।

বিজ্ঞাপন

দুই ওপেনারের দারুণ দুটি ইনিংসে অনেকদূর এগুনোর পর বাকি সময়ে খুবই হিসেবে ব্যাটিং করেছেন রহমত শাহ ও হাশমতউল্লাহ শাহিদি। ঝুঁকি নেননি আবার রান রেটও বেশি হতে দেননি। তাতে পাকিস্তানি বোলার এবং ফিল্ডাররা যেন মানসিকভাবে আরেকটু পিছিয়ে গেছেন!

৪৯ ওভারে আফগানিস্তানের যখন ৮ উইকেটের জয় নিশ্চিত হলো রহমত শাহ তখন ৭৭ রানে অপরাজিত। অপরপ্রান্তে ৪৮ রানে অপরাজিত ছিলেন হাশমতউল্লাহ শাহিদি। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলি।

এর আগে চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। এমএ চিদাম্বারামে আব্দুল্লাহ শফিক আর বাবর আজমের ফিফটির সঙ্গে শেষ দিকে ইফতিখারের ক্যামিও ইনিংসে ভর করে লড়াইয়ের পুঁজি দাঁড় করায় পাকিস্তান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮২ রান তোলে পাকিস্তান।

পাকিস্তানের হয়ে এদিন চলতি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ স্কোর গড়েন বাবর আজম। ৭৪ রান করে তিনি ফেরেন। এর আগে ৫৮ রান করে আব্দুল্লাহ শফিক। শেষ দিকে এসে শাদাব খান ও ইফতিখার আহমেদ ৪০ রান করে। এদিকে আফগানদের হয়ে তিনটি উইকেট নেন নূর আহমদ আর দুটি উইকেট নেন নাভিন উল হক।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর