Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবই ভাঙলেন ডি কক-মার্করাম জুটি

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২৩ ১৬:৩৫

দলীয় ৩৬ রানে দুটি উইকেট তুলে নিয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে এরপর অধিনায়ক এইডেন মার্করামকে নিয়ে দলের হাল ধরেন কুইন্টন ডি কক। এরমধ্যেই তৃতীয় উইকেটে একশ রানের জুটি গড়েছেন এ দুই ব্যাটার। ১০৮ বলে আসে এ জুটির সেঞ্চুরি। দুইজনের দুর্দান্ত ব্যাটিংয়ে জুটি ভাঙতেই পারছিল না টাইগার বোলাররা। অবশেষে জুটি ভাঙার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিলেন অধিনায়ক সাকিব আল হাসান।

ইনিংসের ৩১তম ওভারে বল হাতে এসে এইডেন মার্করামকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন সাকিব। আর তাতেই ভাঙে ১৩৭ বলে ১৩১ রানের জুটি। দক্ষিণ আফ্রিকা ১৬৭ রানে হারাল নিজেদের তৃতীয় উইকেট।

বিজ্ঞাপন

৩১তম ওভারের চতুর্থ বলে সাকিবকে উড়িয়ে মারতে গিয়েছিলেন মার্করাম। কিন্তু শট খেলার পরই যা বোঝার বুঝে যান মার্করাম। লং অফে থাকা লিটন দাসকে পার করাতে পারেননি।  মার্করাম ৬৯ বলে ৬০।

মেহেদী হাসান মিরাজের বলে বাউন্ডারি মেরে দলের সেঞ্চুরির সঙ্গে ব্যক্তিগত ফিফটিও স্পর্শ করেন মার্করাম। ৫৭ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন প্রোটিয়া অধিনায়ক। এর আগে হাসান মাহমুদের বলে বাউন্ডারি মেরে নিজের ব্যক্তিগত ফিফ টি তুলে নিয়েছেন কুইন্টন ডি কক। ৪৭ বলে এই ওপেনার স্পর্শ করলেন পঞ্চাশ। একই সঙ্গে এইডেন মার্করামের সঙ্গে তার জুটির ফিফটিও পূরণ হয়েছে। ৫৮ বলে এসেছে তাদের জুটির ফিফটি।

টস জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার পাওয়ার প্লেতে দুটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাই তো শুরুর দিকে খুব দ্রুত রান তুলতে পারেনি প্রোটিয়ারা। পাওয়ার প্লেতে ৪৪ রান তুলেছিল দলটি।

এই রিপোর্ট লেখা অবধি দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩২ ওভারে ৩ উইকেটে ১৭৪ রান। ডি কক ৯৫ আর ক্লাসেন ৩ রানে ব্যাট করছেন।

বিজ্ঞাপন

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর