Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধ্বস্ত বাংলাদেশের হয়ে একাই লড়ছেন মাহমুদউল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৩ ২১:৫২

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ। মুম্বাইয়ের ওয়াংখেডে স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৩৮২ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। বোলিংয়ের মতো পরে ব্যাটিংয়েও ভুগছে বাংলাদেশ। ৫৮ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ সপ্তম উইকেট হারায় ১২২ রানে। ধুঁকতে থাকা বাংলাদেশকে টানছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। দারুণ এক ফিফটি তুলে নিয়েছেন তিনি।

এবারের বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহর জায়গা পাওয়া নিয়ে বড় সংশয় তৈরি হয়েছিল। তার পজিশনে বেশ কয়েকজন ক্রিকেটারকে বাজিয়ে দেখেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাদের কেউই সফল হতে পারেননি বলেই বিশ্বকাপ দলে ডাক পরে মাহমুদউল্লাহর। ব্যাট হাতে ঠিকই জবাব দিচ্ছেন অভিজ্ঞ ক্রিকেটার।

বিজ্ঞাপন

বিশ্বকাপে ব্যাট হাতে নেমে প্রায় প্রতি ম্যাচেই রান করছেন রিয়াদ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪১ রানে অপরাজিত ছিলেন। ভারতের বিপক্ষে ৪৬ রান করেছেন। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এরই মধ্যে ফিফটি তুলে নিয়েছেন।

দলের ব্যাটিং দুর্দশার দিনে আজ ব্যাট হেসেছে কেবল মাহমুদউল্লাহরই। দলের অন্য ব্যাটাররা যখন দক্ষিণ আফ্রিকার বোলারদের সামলাতে নাকানি চুবানি কাচ্ছিলেন তখন মাহমুদউল্লাহ শুরু থেকেই দাপুটে  খেলেছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৭ বলে ৬৬ রানে অপরাজিত তিনি। ৮টি চারের সাহায্যে এই রান করেছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের সংগ্রহ ৩৭ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর