মাহমুদউল্লাহর সেঞ্চুরির দিনে স্রেফ উড়ে গেল বাংলাদেশ
২৪ অক্টোবর ২০২৩ ২২:৫২
আগে ব্যাটিং করে ৩৮২ রানের পাহাড় গড়েছিল দক্ষিণ আফ্রিকা। এই পাহাড় ডিঙে জিততে হলে অতিমানবীয় ক্রিকেট খেলতে হতো বাংলাদেশি ব্যাটিং লাইনআপকে। কিন্তু বিশ্বকাপের শুরু থেকেই ধুঁকতে থাকা বাংলাদেশের ব্যাটিং লাইনআপ দাঁড়াতেই পারল না। দলের অন্যদের নাকানি-চুবানি খাওয়ার দিনে উজ্জ্বল কেবল অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। একপ্রান্ত আগলে রেখে অসাধারণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার। তবে শেষ পর্যন্ত বাংলাদেশকে ম্যাচটা হারতে হয়েছে ১৪৯ রানের বড় ব্যবধানে।
ছয় নম্বরে ব্যাটিং করতে নেমে ১১১ বল খেলে ঠিক ১১১ রান করেছেন মাহমুদউল্লাহ। তবুও ২৩৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। যাতে বড় ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানের দলের।
এই হারে বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন কার্যত শেষ বাংলাদেশের। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হেরেছে বাংলাদেশ। অপর দিকে বাংলাদেশকে উড়িয়ে সেমিফাইনালের দৌড়ে আরও এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচ খেলে চারটিতেই জেতা দলটি এখন পয়েন্ট টেবিলের দুই নম্বরে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়েংখেডে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার ৩৮২ রানের জবাব দিতে নেমে প্রোটিয়া পেস আক্রমাণের বিপক্ষে শুরু থেকেই ভুগেছে বাংলাদেশ। প্রথম চার ওভারে মাত্র ১৪ রান তুলতে পেরেছেন বাংলাদেশের দুই ওপেনার।
সপ্তম ওভারে রানের জন্য হাঁসফাঁস করতে থাকা তরুণ তানজিদ হাসান তামিম ফিরেছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। মার্কো জ্যানসেনের বলে ফেরার আগে আজ ১৭ বলে ১২ রান করেছেন তামিম। পরের বলেই বিদায় নাজমুল হোসেন শান্তও।
চার নম্বরে ব্যাট করতে নামা অধিনায়ক সাকিব আল হাসানের কাঁধে ছিল বড় দায়িত্ব। কিন্তু দলের বিপদের মধ্যে নিজের উইকেট বিলিয়েই দিয়ে এসেছেন সাকিব।
লিজাড উইলিয়ামসের বাইরের বলে খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সাকিব। তার আগে ৪ বলে করেছেন মাত্র ১ রান। তাওহিদ হৃদয় একাদশে না থাকায় এরপর পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমেছেন মুশফিকুর রহিম। মুশফিকও আজ সুবিধা করতে পারেননি।
১৭ বলে ৮ রান কর ফিরলে এবং খানিক বাদে লিটন দাস ৪৪ বলে ২২ রান করে ফিরলে পাঁচ উইকেটে ৫৮ রান হয়ে যায় বাংলাদেশ। সেই ভণ্ডুল দশা থেকে বাংলাদেশ যতোট এগিয়েছে তার পুরো কৃতীত্বই মাহমুদউল্লাহর। শেষের দিকের ব্যাটারদের নিয়ে একাই লড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার।
শেষ দিকে অপরপ্রান্তের ব্যাটারদের উইকেট বাঁচিয়ে রেখে খেলেছেন মাহমুদউল্লাহ। সিঙ্গেল নিয়েছেন ওভারের শেষ এক, দুই বলে। বুক চিতিয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ। ফিরেছেন ১১১ বল খেলে ১১১ রান করে। চার মেরেছেন ১১টি, ছক্কা ৪টি।
মাহমুদউল্লাহ ফেরার খানিক পরেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ৪৬.৪ ওভোরে ২৩৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিাকর হয়ে জেরাল্ড কোয়েটজি তিনটি উইকেট নিয়েছেন।
এর আগে বোলিংয়ে শুরুর দিকে দক্ষিণ আফ্রিকাকে অনেকটা আটকেই রাখতে পেরেছিল বাংলাদেশ। প্রোটিয়ারা রানের পাহাড়টা গড়েছে শেষের ঝড়ে। সপ্তাম ওভারে প্রথম উইকেট এনে দেন শরিফুল ইসলাম। শরিফুল ইসলামের ওবল সিমে করা বলটি একটু ফুললেংথ থেকে ভেতরের দিকে ঢুকছিল, পুরোপুরি মিস করে গেছেন রিজা হেন্ডরিকস। ০ রানেই জীবন পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকান ওপেনার। কিন্তু জীবন কাজে লাগাতে পারেননি। ১৯ বলে ১২ রান করে ফিরে গেছেন তিনি।
৩৩ রানে প্রথম উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। পরের ওভারে বল হাতে আসেন মেহেদি হাসান মিরাজ। আর এসেই প্রোটিয়াদের টপ অর্ডারে হানলেন আঘাত। ৮ম ওভারের ৫ম বল অফ স্টাম্পের দিকে সরে গিয়ে লেগ সাইডে ঘুরিয়ে খেলতে চেয়েছিলেন ভ্যান ডার ডুসেন। তবে যেভাবে ভেবেছিলেন, মিরাজের বল ততটা ওঠেনি। এ ভুলের চড়া মাশুল দিতে হলো তাকে। আম্পায়ার জোয়েল উইলসন সময় নিয়ে এলবিডব্লু দিয়েছেন, যে সিদ্ধান্ত রিভিউ করেননি ভ্যান ডার ডুসেন।
তৃতীয় উইকেটে একশ রানের জুটি গড়েছেন এ দুই ব্যাটার। ১০৮ বলে আসে এ জুটির সেঞ্চুরি। দুইজনের দুর্দান্ত ব্যাটিংয়ে জুটি ভাঙতেই পারছিল না টাইগার বোলাররা। অবশেষে জুটি ভাঙার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিলেন অধিনায়ক সাকিব আল হাসান।
ইনিংসের ৩১তম ওভারে বল হাতে এসে এইডেন মার্করামকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন সাকিব। আর তাতেই ভাঙে ১৩৭ বলে ১৩১ রানের জুটি। দক্ষিণ আফ্রিকা ১৬৭ রানে হারাল নিজেদের তৃতীয় উইকেট।
৩১তম ওভারের চতুর্থ বলে সাকিবকে উড়িয়ে মারতে গিয়েছিলেন মার্করাম। কিন্তু শট খেলার পরই যা বোঝার বুঝে যান মার্করাম। লং অফে থাকা লিটন দাসকে পার করাতে পারেননি। মার্করাম ৬৯ বলে ৬০।
তবে তখনও বাকি কুইন্টন ডি কক ঝড়। শতক তুলে নেওয়ার পর আরও বেশি বিধ্বংসী হয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত ১৪০ বলে ১৫টি চার আর ৭টি ছয়ে ১৭৪ রানে থামেন তিনি। হাসান মাহমুদ তার উইকেট নেন। এরপর হেনরিখ ক্লাসেন ৪৯ বলে ২টি চার ৮টি ছয়ে ৯০ রান করে ফেরেন। তবে তার আগে দলের সংগ্রহ নিয়ে যান পাহাড়সম উচ্চতায়। হাসান মাহমুদ নেন ক্লাসেনের উইকেটটি।
শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮২ রান তোলেন দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন হাসান মাহমুদ আর একটি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম এবং সাকিব আল হাসান।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস