ডাচদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
২৫ অক্টোবর ২০২৩ ১৪:০৩
বিশ্বকাপের শুরুটা অস্ট্রেলিয়া ঠিক ‘অস্ট্রেলিয়ার’ মতো করতে পারেনি। প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারায় চলে যাওয়া অজিরা অবশ্য শেষ দুই ম্যাচ জিতে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছেন। অন্যদিকে একমাত্র সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপ খেলতে আসা নেদারল্যান্ডস এরই মাঝে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জন্ম দিয়েছে অঘটনের। আজ নিজেদের পঞ্চম ম্যাচে দিল্লিতে মুখোমুখি দুই দল। টানা তৃতীয় জয়ে সেমির আশা বাঁচিয়ে রাখবে অজিরা নাকি আরেকটি অঘটনের জন্ম দিয়ে বিশ্বকে চমকে দিতে পারবেন ডাচরা?
দিল্লিতে ডাচ চমক নাকি অস্ট্রেলিয়ার নিজেদের ঘুরে দাঁড়ানোর লড়াই। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরুন গ্রিন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।
নেদারল্যান্ডস একাদশ
বিক্রম সিং, ম্যাক্স ও’দুদ, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), সায়ব্রান্ড এঞ্জালব্রাখট, লোগান ভ্যান বিক, রলফ ভ্যান ডার মারউই, অর্জুন দত্ত এবং পল ভ্যান মিকেরেন
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস