বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ম্যাক্সওয়েলের
২৫ অক্টোবর ২০২৩ ১৮:৪৯
এই দিল্লিতেই ৭ অক্টোবর শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। তার এই রেকর্ড টিকল মাত্র ১৮ দিন! আজ সেই দিল্লিতেই নেদারল্যান্ডসের বিপক্ষে অবিশ্বাস্য এক সেঞ্চুরিতে মার্করামের রেকর্ড ভেঙ্গে দিলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ৪০ বলে সেঞ্চুরি তুলে নিয়ে ম্যাক্সওয়েলই এখন বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির মালিক।
বিশ্বকাপে ম্যাক্সওয়েলের ফর্মটা মোটেও ভালো যাচ্ছিল না। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি কোন ম্যাচেই। আজ যখন মাঠে নেমেছিলেন, অজিরা তখন দ্রুত কিছু উইকেট হারিয়ে বেশ বিপাকে। বড় স্কোর তোলার জন্য শেষ দশ ওভারে তখন দরকার ছিল ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়েরই। আগের ম্যাচগুলোতে ব্যর্থ হলেও আজ ম্যাক্সওয়েলের ব্যাটে ঝড় উঠেছে। সেই ঝড়ে রীতিমত উড়ে গেছে ডাচ বোলাররা।
জশ ইংলিস ৩৯তম ওভারের শেষ বলে আউট হলে ক্রিজে নামেন ম্যাক্সওয়েল। কোনও বল তিনি তখনও খেলেননি, ওয়ার্নার ফেরেন সাজঘরে। ৪১তম ওভারে প্রথম বল মোকাবিলা করেন ম্যাক্সওয়েল। রান নেননি। পরের দুই বলে মেরেছেন চার। ম্যাক্সওয়েল তাণ্ডব চালান ৪৬তম ওভার থেকে। মাত্র ২৭ বলে হাফ সেঞ্চুরির পর তিনি ৪৯তম ওভারে টানা দুটি করে চার ও ছয় মেরে শতকের দেখা পান। মাত্র ৪০ বল খেলেই ৮টি করে চার ও ছয়ে সেঞ্চুরি করেন ম্যাক্সওয়েল।
আফ্রিকার মার্করাম শ্রীলংকার বিপক্ষে ৪৯ বলে তুলে নিয়েছিলেন সেঞ্চুরি, যা আজ পর্যন্ত ছিল বিশ্বকাপের দ্রুততম। ম্যাক্সওয়েল সেঞ্চুরি পেয়েছেন মাত্র ৪০ বলে। ৪৪ বল খেলে ১০৯ রানে থেমেছে তার ইনিংস। এই দুর্দান্ত ইনিংস খেলার সময় ম্যাক্সওয়েল চার মেরেছেন ৯টি, ছক্কা হাঁকিয়েছেন ৮টি। এর মাঝে বেশ কয়েকটি ছিল রিভার্স সুইপে চোখ ধাঁধানো কিছু ছয়।
এই রেকর্ড গড়ার পথে ম্যাক্সওয়েল পেছনে ফেলেছেন মার্করামকে, যার সেঞ্চুরি ছিল ৪০ বলে। তার পরে আছেন আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়ান, জিনি ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন ৫০ বলে। তারপর আছেন ম্যাক্সওয়েল নিজেই, ৫১ বলে শ্রীলংকার বিপক্ষে ২০১৫ বিশ্বকাপে সেঞ্চুরি করেছিলেন তিনি। তালিকার পাঁচ নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ারস, ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫২ বলে তুলে নিয়েছিলেন সেঞ্চুরি।
ওয়ানডেতে ম্যাক্সওয়েলের এই সেঞ্চুরি দ্রুততম সেঞ্চুরির তালিকায় আছে ৪ নম্বরে। ৩১ বলে ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করে সবার ওপরে ডি ভিলিয়ারস। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ বলে সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। ৩৭ বলে শ্রীলংকার বিপক্ষে ১৯৯৬ সালে সেঞ্চুরি করে তৃতীয় স্থানে আছেন শহীদ আফ্রিদি। ম্যাক্সওয়েলের ৪০ বলের সেঞ্চুরি আছে তালিকার চার নম্বরে।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস
অস্ট্রেলিয়া এইডেন মার্করাম ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ গ্লেন ম্যাক্সওয়েল বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি