নেদারল্যান্ডসকে রেকর্ড ৩০৯ রানের ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া
২৫ অক্টোবর ২০২৩ ২১:৩২
কদিন আগে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল নেদারল্যান্ডসকে। সেই নেদারল্যান্ডসকে আজ স্রেফ উড়িয়ে দিল অস্ট্রেলিয়া। আগে ব্যাটিং করে ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত দুটি সেঞ্চুরিতে ৩৯৯ রানের পাহাড় গড়েছিল অস্ট্রেলিয়া। পরে জবাব দিতে নেমে একশও করতে পারেনি নেদারল্যান্ডস।
৯০ রানে গুটিয়ে গিয়ে ৩০৯ রানে ম্যাচ হেরেছেন ডাচরা। বিশ্বকাপ ইতিহাসে রানের হিসেবে সর্বোচ্চ হারের রেকর্ড এটি। ওয়ানডে ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ হার এটা।
বিশাল এই জয়ে সেমিফাইনালের পথে ভালোভাবেই টিকে রইলো অস্ট্রেলিয়া। পর পর দুই ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করেছিলেন অজিরা। তার পরের তিন ম্যাচই জিতল প্যাট কামিন্সের দল। অপর দিকে পঞ্চম ম্যাচ খেলতে নেমে চতুর্থ হারের স্বাদ পাওয়া নেদারল্যান্ডসের বিশ্বকাপ সেমিফাইনালের রাস্তা কার্যত বন্ধ হয়ে গেল।
বুধবার (২৫ অক্টোবর) অরুন জেটলি স্টেডিয়ামে অজি ব্যাটিং, বোলিং দুই বিভাগেই রীতিমতো পিষ্ট হয়েছে নেদারল্যান্ডস। ওপেনিং জুটিতে ২৮ রান তুলেছিল নেদারল্যান্ডস। ম্যাচে ডাচদের সেটাই সর্বোচ্চ জুটি! এরপর রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে নেদারল্যান্ডসের ব্যাটিং লাইনআপ।
ডাচদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন অ্যাডাম জাম্পা। ৩ ওভার বোলিং করে মাত্র ৮ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন জাম্পা। মিচেল মার্শ ১৯ রানে নিয়েছেন দুই উইকেট। ২১ ওভারে ৯০ রানে গুটিয়ে গেছে নেদারল্যান্ডস। ডাচদের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেছেন বিক্রমজিত সিং।
এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৪০০ রান তোলে অস্ট্রেলিয়া। ৪০ বলে শতক হাঁকানো ম্যাক্সওয়েল শেষ পর্যন্ত ৪৪ বলে ১০৬ রান করে ফেরেন। এর আগে ডেভিড ওয়ার্নার ৯৩ বলে ১০৪ রান করে ফেরেন। নেদারল্যান্ডসের হয়ে চারটি উইকেট নেন ভ্যান বিক আর দুটি উইকেট নেন বাস ডি লিড।
জশ ইংলিস ৩৯তম ওভারের শেষ বলে আউট হলে ক্রিজে নামেন ম্যাক্সওয়েল। কোনও বল তিনি তখনও খেলেননি, ওয়ার্নার ফেরেন সাজঘরে। ৪১তম ওভারে প্রথম বল মোকাবিলা করেন ম্যাক্সওয়েল। রান নেননি। পরের দুই বলে মেরেছেন চার। ম্যাক্সওয়েল তাণ্ডব চালান ৪৬তম ওভার থেকে। মাত্র ২৭ বলে হাফ সেঞ্চুরির পর তিনি ৪৯তম ওভারে টানা দুটি করে চার ও ছয় মেরে শতকের দেখা পান।
মাত্র ৪০ বল খেলেই ৮টি করে চার ও ছয়ে সেঞ্চুরি করেন ম্যাক্সওয়েল। এই বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রামের (৪৯ বলে) দ্রুততম বিশ্বকাপ সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন ৯ বল কম খেলে! শেষ ওভারের তৃতীয় বলে থামতে হয় ম্যাক্সওয়েলকে। ৪৪ বলে ৯ চার ও ৮ ছয়ে ১০৬ রান করেন তিনি।
এর আগে ওয়ার্নার বিশ্বকাপে নিজের ষষ্ঠ সেঞ্চুরি করেন ৩৯তম ওভারের তৃতীয় বলে চার মেরে। বিশ্বমঞ্চে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় যৌথভাবে তিনি শচীন টেন্ডুলকারের সঙ্গে দ্বিতীয় স্থানে। সাত সেঞ্চুরিতে সবার উপরে রোহিত শর্মা। শতক হাঁকানোর পর ফন বিকের শিকার হন ওয়ার্নার, বাঁহাতি ব্যাটার ৯৩ বলে ১১ চার ও ৩ ছয়ে করেন ১০৪ রান। অবশ্য ৭৪ রানে জীবন পান ওয়ার্নার। রুলফ ফন ডার মারউই তার নিচু ক্যাচ ধরলেও টিভি আম্পায়ার কয়েকবার বিশ্লেষণ করে তা বাতিল করেন। কিছুক্ষণ পরই ভ্যান ডার মারউই আরেকটি নিচু ক্যাচে ৭১ রানে স্মিথকে থামান। লাবুশেন খেলেন ৬২ রানের আরেকটি ঝকঝকে ইনিংস।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস