Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেঞ্চুরিতে মাহমুদউল্লাহর র‍্যাংকিংয়ে উন্নতি, সাকিবের অবনতি

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২৩ ২২:৫৮

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের অন্য সবার ব্যাট যেখানে ব্যর্থ, মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট হেসেছে সেদিনই। প্রোটিয়াদের বিপক্ষে বড় ব্যবধানে হেরে যাওয়ার দিনে গতকাল মুম্বাইতে বিশ্বকাপের ইতিহাসে নিজের তৃতীয় ও এবারের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদউল্লাহ। এই সেঞ্চুরির কল্যাণে র‍্যাংকিংয়েও এনেছেন বড় পরিবর্তন। অন্যদিকে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব পিছিয়ে গেছেন, পিছিয়ে গেছেন লিটন-মুশফিকরাও।

বিজ্ঞাপন

প্রোটিয়াদের বিপক্ষে ১১১ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন রিয়াদ। আজ প্রকাশিত হয়া ওয়ানডে র‍্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে রিয়াদের অবস্থান ৫২ তম। সাকিব পিছিয়েছেন দুই ধাপ, আছেন ৪৪ তম স্থানে। দুই ধাপ পিছিয়েছেন মুশফিকও, আছেন ২২ তম স্থানে। লিটন এক ধাপ পিছিয়ে আছেন ৪৯ তম স্থানে।

ব্যাটিং লিস্টেও মত বোলিংয়েও পিছিয়েছেন সাকিব। এক ধাপ পেছনে গিয়ে সাকিবের অবস্থান এখন ২১ তম। এক ধাপ পিছিয়ে মুস্তাফিজ আছেন ৩২ তম স্থানে। মেহেদি মিরাজ তিন ধাপ এগিয়ে এসেছেন ৩৬ তম স্থানে।

ব্যাটিং-বোলিংয়ে পেছালেও অলরাউন্ডারের তালিকায় এখনও সবার ওপরে আছেন সাকিব। দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

মানুষের হিংস্রতা কেন বাড়ছে?
২৪ নভেম্বর ২০২৪ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর