নেদারল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন কাল। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে যে ঝড় উঠেছিল, সেই ঝড়েই উড়ে গেছে ডাচরা। বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করা ম্যাক্সওয়েল ম্যাচের পরে জানিয়েছেন, শারীরিক ও মানসিকভাবে কিছুটা হতাশার মাঝে থাকায় তিনি কাল ব্যাটিংয়েই নামতে চাননি!
বিশ্বকাপে নিজেকে তেমন মেলে ধরতে পারেননি ম্যাক্সওয়েল। গত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথম বলেই মারতে গিয়ে আউট হয়েছেন। ডাচদের বিপক্ষেও প্রায় একই পরিস্থিতিতে ব্যাটিংয়ে নামতে হয়েছিল তার। ম্যাক্সওয়েল বলছেন, নিজের প্রতি খুব একটা আস্থাও ছিল না তার, ‘আমি আসলে ড্রেসিংরুমে বসে খেলাটা দেখছিলাম এবং মাঠে নামতে চাইছিলাম না। আগের ম্যাচে ব্যাটিং করার জন্য মুখিয়ে থাকলেও আজ সেটা হয়নি। খুব বেশি আশা নিয়ে মাঠে নামিনি। আসলে গত কয়েকদিন ধরে আমি শারীরিক ও মানসিকভাবে খুব স্বস্তিতে নেই। তবে ক্রিজে নামার পর বেশ উপভোগ করেছি ব্যাটিংটা।’
স্ত্রী ও নবাগত সন্তান ভারতে পৌঁছানোর পর কিছুটা স্বস্তি ফিরেছে ম্যাক্সওয়েলের, ‘আসলে কিছুটা অস্বস্তিতে ছিলাম। আমার পরিবার এখন ভারতে, এজন্য ভালো লাগছে। মাঠে নেমে প্রথম ২০ বলে নিজেকে একটু স্থির করেছি। ৫০-৬০ রান করা পর্যন্ত আমি দেখেশুনেই খেলেছি। এরপর আসলে সব বলেই মারার চেষ্টা করেছি।
মাত্র ৪০ বলে সেঞ্চুরি তুলে নিয়ে ম্যাক্সওয়েল ভেঙ্গেছেন মার্করামের রেকর্ড। ব্যাটিং করার সময় রেকর্ডটা মাথায় ছিল তার, ‘অবশ্যই আমি রেকর্ডের ব্যাপারে জানতাম। দ্রুততম হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি আমার খুবই পছন্দের। এই রেকর্ডগুলো দারুণ। এটার জন্য সবসময়ই চেষ্টা করি।’
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।