শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড
২৬ অক্টোবর ২০২৩ ১৪:০৬
পয়েন্ট তালিকায় দুই দলেরই অবস্থান তলানিতে। চার ম্যাচে মাত্র এক জয়ে শ্রীলংকা ও ইংল্যান্ডের বিশ্বকাপ ভাগ্য সুতোয় ঝুলছে। বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে আজ দুই দলের জন্য তাই ম্যাচটা মোটামুটি ‘নকআউট’ বললেও ভুল হবে না। জমজমাট এক ম্যাচে সেমির আশা বাঁচিয়ে রাখতে লড়বে বাটলার-মেন্ডিসের দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড কি পারবে স্বরূপে ফিরে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে? নাকি লংকানরা দারুণ কিছু করে বিদায়ঘণ্টা বাজিয়ে দেবে ইংলিশদের?
এমন অবস্থায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ইংল্যান্ডের। শ্রীলংকাকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ।
ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, ডাভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ডেভিড উইলি, মার্ক উড, আদিল রশিদ ও ক্রিস ওকস।
শ্রীলংকা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথা আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহিশা থিকশানা, কাসুন রাজিথা, লাহিতু কুমারা ও দিলশান মাদুশাঙ্কা।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস