Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকার বিপক্ষেও উড়ে গেল ইংল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৩ ২০:৩২

ইংলিশরা কি স্বপ্নেও ভেবেছিলেন এমন দিনও দেখতে হবে! বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তারা। এবারের বিশ্বকাপেও অন্যতম সেরা ফেভারিট মনে করা হচ্ছিল ইংল্যান্ডকে। লম্বা ব্যাটিং লাইনআপ, দুর্দান্ত বোলিং ইউনিট, সাম্প্রতিক ফর্ম সব কিছুই ইংলিশদের আরেকবার শিরোপা জয়ের পক্ষে কথা বলছিল। কিন্তু শিরোপা তো দূরের কথা সেমিফাইনালের দৌড় থেকেও কার্যত ছিটকে পড়ল ইংল্যান্ড। বিশ্বকাপে নিজেদের প্রথম চার ম্যাচের তিনটিতেই হেরে যাওয়া ইংল্যান্ড আজ পঞ্চম ম্যাচ খেলতে নেমে শ্রীলংকার বিপক্ষে স্রেফ উড়ে গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ১৫৬ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ড। ওয়ানডেতে চেন্নাস্বামী স্টেডিয়ামের সর্বনিম্ন স্কোর এটা। পরে ২৫.৪ ওভারেই ৮ উইকেটে ম্যাচ জিতেছে শ্রীলংকা। এই হারে সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকেই পড়ল ইংল্যান্ড। অপর দিকে টানা তিন হারে বিশ্বকাপ শুরু করা শ্রীলংকা ঘুরে দাঁড়াল দারুণভাবে।

পুঁজি মাত্র ১৫৬ রানের ফলে উজ্জীবিত থাকার কোনো কারণ ছিল না ইংলিশদের। ডেভিড উইলি দলকে উজ্জীবিত করার ভালো একটা উপলক্ষ্য তৈরি করেছিলেন। ইনিংসের দ্বিতীয় ওভারেই কুশল পেরেরাকে ফিরিয়ে দেন উইলি। পরের বলে কুশল মেন্ডিসকেও ফেরানোর সুযোগ তৈরি করেছিলেন। কুশলের ক্যাচ স্লিপে নিতে পারেননি জো রুট।

অবশ্য কুশলকে ঠিকই খানিক বাদে ফেরান উইলি। ষষ্ঠ ওভারে কুশল মেন্ডিসকে উইকেটের পেছনে ক্যাচ বানান ইংলিশ পেসার। ২৩ রানে দুই উইকেট হারায় শ্রীলংকা। সেখানে আর দুই-তিনটা উইকেট নিতে পারলে ম্যাচে ফিরতে পারত ইংল্যান্ড। কিন্তু উইকেট তুলে নেওয়া তো দূরের কথা ইংলিশদের পাত্তাই দেননি পাথুম নিশাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা।

এই দুজনকে আউট করতে পারেনি ইংল্যান্ড। তৃতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ১৩৭ রান তুলে লংকানদের ৮ উইকেটের জয় নিশ্চিত করেছেন দুজন। ৮৩ বলে ৭টি চার ২টি ছক্কায় ৭৭ রানে অপরাজিত ছিলেন নিশাঙ্কা। ৫৪ বলে ৭টি চার ১টি ছয়ে ৬৫ রানে অপরাজিত ছিলেন সামারাবিক্রমা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে ইংলিশরা। তবে উদ্বোধনী জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংলিশদের ব্যাটিং লাইন আপ। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৩ রান আসে বেন স্টোকসের ব্যাট থেকে। অন্যদিকে দীর্ঘদিন পর দলে ফিরেই চমক দেখিয়েছেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার সঙ্গে লাহিরু কুমারাও করেন দুর্দান্ত বোলিং।

বিজ্ঞাপন

ডেভিড মালান ও জনি বেয়ারস্টোর ৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন বিশ্বকাপ দলে ফেরা অ্যাঞ্জেলো ম্যাথুস। ২৮ রান করা মালানকে কট বিহাইন্ড করেন তিনি। এরপর জো রুট পড়েছেন রানআউটের ফাঁদে। ১০ বলে ৩ রান করা ইংলিশ ব্যাটিং স্তম্ভকে ফেরানোর পেছনেও অবদান ম্যাথুসের থ্রোয়ের। ৫৭ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে ইংলিশরা।

এরপর কাসুন রাজিথার শিকার হয়ে সাজঘরে ফেরেন জনি বেয়ারস্টোও (৩১ বলে ৩০)। দলের হাল ধরতে পারেননি জস বাটলারও। তাকে ৮ রানে দ্রুত বিদায় করেন লাহিরু কুমারা। লিভিংস্টোন বিদায় নিলে ইংল্যান্ড হারায় তাদের পঞ্চম উইকেট। কুমারার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৬ বল খেলে ১ রান করে সাজঘরে ফেরেন তিনি।

সেখান থেকে দলকে টানছিলেন বেন স্টোকস ও মইন আলি। তবে ৩৭ রান যোগ করতেই মঈন আলীর (১৫) বিদায়ে ভাঙে জুটি। স্টোকসকে সঙ্গ দিতে ব্যর্থ হন ক্রিস ওকসও (০)। একাই লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন স্টোকস। দলীয় ১৩৭ রানে ৭৩ বলে ৪৩ রান করে আউট হন তিনি। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ৩৩ ওভার ২ বলে ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। শ্রীলংকার পক্ষে লহিরু কুমারা নেন ৩টি উইকেট।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস/এসএস

ইংল্যান্ড বনাম শ্রীলংকা ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর