Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ. আফ্রিকায় বার্সার জয়


১৭ মে ২০১৮ ১০:২৯

সারাবাংলা ডেস্ক ।।

বিশ্বের নন্দিত রাষ্ট্রনায়কদের অন্যতম দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ম্যাচে ৩-১ গোলে জিতেছে মেসি-সুয়ারেজদের বার্সেলোনা। দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন মামেলোদি সানডাউনসের বিপক্ষে নেমেছিল বার্সা।

বার্সার জয়ে একটি করে গোল করেন উসমান দেম্বেলে, লুইস সুয়ারেজ ও আন্দ্রে গোমেজ। ম্যাচের ৭৫তম মিনিটে মাঠে নামলেও গোল করতে পারেননি আর্জেন্টিনার তারকা মেসি।

জোহানেসবার্গের এফএনবি স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই লিড নেয় বার্সা। স্প্যানিশ লা লিগার এই মৌসুমের চ্যাম্পিয়নদের হয়ে প্রথম গোলটি করেন উসমান দেম্বেলে। ১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। দ্বিতীয়ার্ধে মাঠে নামার আগে ২-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।

ম্যাচের ৬৬তম মিনিটে ব্যবধান বাড়ায় কাতালানরা। দলের তৃতীয় গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড আন্দ্রে গোমেজ। ৭৬তম মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা। শিবুসিসো ভিলাকাজি দলের হয়ে একমাত্র গোলটি করেন (৩-১)।

প্রীতি ম্যাচ হওয়ায় বার্সার সবাই খেলার সুযোগ পেয়েছিলেন। বার্সার কোচ আরনেস্টো ভালভারদে স্কোয়াডের ২৩ সদস্যকেই ঘুরিয়ে-ফিরিয়ে মাঠে নামিয়েছিলেন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর