শ্রীলংকাকে খাটো করে দেখেছিল ইংল্যান্ড: থিকসানা
২৭ অক্টোবর ২০২৩ ১১:২৮
ম্যাচের আগে কেউই হয়ত ভাবেননি বেঙ্গালুরুতে এমন কিছু হতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৫৬ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ড, লংকানরা সেই লক্ষ্য তাড়া করেছে ২৫ ওভারের মাঝেই। দুর্দান্ত এক জয়ে ইংলিশদের সেমির স্বপ্ন অনেকটাই শেষ করে দেওয়ার পর লংকান স্পিনার মাহিস থিকসানা বলছেন, ইংল্যান্ড তাদেরকে খাটো করে দেখেছে বলেই এমনভাবে হেরেছেন বাটলাররা।
টসে জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড বড় স্কোর করবে বলেই ধারণা করছিলেন সবাই। শুরুটাও মন্দ হয়নি। তবে লংকান বোলারদের দাপটে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়েছে ইংলিশ ব্যাটিং লাইনআপ। এক স্টোকস ছাড়া দাঁড়াতে পারেননি কেউই। জবাবে আট উইকেট হাতে রেখে বড় জয় পেয়ে সেমির আশা বাঁচিয়ে রেখেছে শ্রীলংকা।
থিকসানা বলছেন, বিশ্বচ্যাম্পিয়নরা তাদের প্রাপ্য সম্মান দিয়ে খেলেনি বলেই এমন অবস্থা, ‘আমার মনে হয় তারা আমাদের খাটো করে দেখেছে কারণ আমরাও তিন ম্যাচ হেরেছি। শুধু নেদারল্যান্ডসের সাথে জয় পেয়েছিলাম। এজন্যই ফলাফলটা আমাদের পক্ষে গেছে। আমরা খুব সরল পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছি, নিজেদের সেরাটা দিয়েছি। এজন্যই আজ এমন জয় পেয়েছে দল।‘
থিকসানা বলছেন, আগের ম্যাচে বোলিং ব্যর্থতার জন্যই হেরেছিল শ্রীলংকা, ‘আমরা মাঝের ওভারগুলোতে ভালো বল করতে পারিনি। বোলিংয়ের জন্যই ম্যাচগুলো হারতে হয়েছিল। আজ সেখানে আমরা উন্নতি করেছি, নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছেন সবাই। সবাই ম্যাচের আগে কঠোর অনুশীলন করেছিলেন, সেটা কাজে দিয়েছেন।‘
ইংল্যান্ডের বিপক্ষে এমন জয় লংকানদের আত্মবিশ্বাস তুঙ্গে পৌঁছে দিয়েছে বলেই ধারণা থিকসানা, ‘আমাদের আত্মবিশ্বাস এখন অনেক বেড়ে গেছে এমন বড় জয়ের পর। পরের চার ম্যাচ জিতেই আমরা সেমিতে যেতে চাই।‘
শেষ পর্যন্ত লঙ্কানরা কি পারবে অবিশ্বাস্য এক ঘুরে দাঁড়ানোর রূপকথা লিখতে?
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এফএম/এসএস