পান্ডিয়ার চোট গুরুতর
২৭ অক্টোবর ২০২৩ ১১:৩৭
ঘরের মাঠের বিশ্বকাপে উড়ন্ত সূচনা ভারতের। আর দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে চোটে পড়ে এবার তাকে থাকতে হচ্ছে দলের বাইরে। শুরুতে তার চোট গুরুতর মনে না হলেও সময়ের সঙ্গে সেটা ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এর আগে অক্ষর প্যাটেলের কপাল পুড়েছিল শেষ মুহূর্তে। তাকে রেখে বিশ্বকাপের দল ঘোষণা করেছিল ভারত। কিন্তু চোট থেকে সেরে না ওঠায় শেষ মুহূর্তে বাদ পড়েন এই বোলিং অল রাউন্ডার। তার জায়গায় নেওয়া হয় অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে।
তবে এবার অক্ষরের সেই কপাল খুলতে পারে। হার্দিক পান্ডিয়ার জায়গায় ভারত স্কোয়াডে ফিরতে পারেন ২৯ বছর বয়সী তারকা, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সূত্রের বরাতে আজ এমনটাই জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।
পান্ডিয়ার ফিটনেস টেস্ট হওয়ার কথা ছিল। বিসিসিআই সূত্র বলেছেন, ‘নিতীন প্যাটেলর মেডিকেল টিম পান্ডিয়াকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পর্যবেক্ষণে রেখেছেন। শুরুতে চোটটি যেমন মনে করা হয়েছিল, তার চেয়ে গুরুতর। মনে হচ্ছে, লিগামেন্ট তেমন ক্ষতি হয়নি। তবে এমন চোট থেকে সেরে উঠতে কমপক্ষে দুই সপ্তাহ লাগতে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ রাখছে মেডিকেল টিম। তারা আশা করছে, দ্রুত ফিরতে পারেন পান্ডিয়া। দলও চায় না তার পরিবর্তে অন্য কাউকে না নেওয়া হোক।’
তবে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, পান্ডিয়া সুস্থ হয়ে উঠতে না পারলে দলে নেওয়া হতে পারে অক্ষরকে। বাংলাদেশের বিপক্ষে পাওয়া গোড়ালির চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি এই অলরাউন্ডার, খেলা হবে না ইংল্যান্ডের বিপক্ষেও।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস