চোট প্রসঙ্গে তাসকিন ‘ম্যানেজ করেই খেলতে হবে’
২৭ অক্টোবর ২০২৩ ২১:২০
বিশ্বকাপে আলো ছড়ানোর কথা ছিল তাসকিন আহমেদের। বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ যে সুন্দর স্বপ্ন দেখছিল তার বড় কারণ অনেকদিন ধরেই পেস ডিপার্টমেন্টের দুর্দান্ত পারফর্ম। আর পেস বোলিং ডিপার্টমেন্টের নেতা ছিলেন তাসকিন। সেই তাসকিন বিশ্বকাপে এখন পর্যন্ত রীতিমতো অচেনা। পুরনো কাঁধের চোট জেগে উঠেছে বলে ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারেননি। এর আগে দলের প্রথম তিন ম্যাচে ওভারপ্রতি প্রায় সাড়ে ৬ করে রান খরচ করে উইকেট নিয়েছেন ২টি।
ঘুরেফিরে তার চোটের প্রসঙ্গটাই সামনে চলে আসছে। প্রথম তিন ম্যাচে মাঠে নামলেও কাঁধের চোটের কারণে সেরাটা দিতে পারেননি, এমন আলোচনাও হয়েছে। তাসকিন জানালেন, এই চোট থেকে মুক্তি পেতে সময়ের প্রয়োজন। চোট ম্যানেজ করেই খেলতে চান তিনি। নেদারল্যান্ডস ম্যাচের জন্য প্রস্তুত আছেন, সেটাও জানালেন তাসকিন।
আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ। আজ দলের পক্ষে সংবাদ সম্মেলনে এসেছিলেন তাসকিন। নিজের কাঁধের চোট প্রসঙ্গে কথা বলেছেন খোলামেলাভাবেই। তাসকিন জানান, ‘কাঁধে চোট প্রথম পেয়েছিলাম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, প্রায় দুই বছর আগে। অনেক আগে থেকেই টেন্ডনে একটু টিয়ার (ছেঁড়া) আছে। এটা ম্যানেজ করেই সব সময় খেলেছি। এমনকি এশিয়া কাপ ও বিশ্বকাপ এই ব্যথা নিয়েই খেলেছি। হঠাৎ ব্যথাটা বেড়ে গিয়েছিল। ম্যানেজমেন্ট, ডাক্তার, ফিজিও পরে এমআরআই করে দেখে, ভেতরে একটু ফুলে গিয়েছিল। এর জন্য কয়েকটা দিন বিশ্রামে নিয়ে এখন ভালো বোধ করছি। মনে হচ্ছে, ভালো অবস্থাতেই আছি। খেললে আরও বোঝা যাবে, কী অবস্থা হয়।’
অস্ত্রোপচারে এই চোট সারবে কিনা তার নিশ্চয়তা নেই। অস্ত্রোপচারে সময়ও লাগবে বছরখানেক। ফলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়েছেন তাসকিন। বলেছেন, ‘আমাকে যখন ইংল্যান্ডে পাঠানো হয়েছিল, ডাক্তার বলেছিল, ঠিক হবে কি না, এর কোনো গ্যারান্টি নেই। সময়ও লাগবে বছরখানেক। সে আরেকটা বিকল্প দিয়েছিল, পুনর্বাসন। পরে দেড় মাসের পুনর্বাসন শেষে আল্লাহর রহমতে এখন পর্যন্ত খেললাম। এখন একটু ব্যথাটা বেড়ে গেছে।’
বিশ্বকাপের পর আবারও চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে তাসকিনকে। ব্যথা নিয়ে খেলতে যে সমস্যা হয় সেটাও গোপন করলেন না তাসকিন, ‘বিশ্বকাপের পর কাঁধবিশেষজ্ঞ দেখিয়ে আবার পুনর্বাসন প্রক্রিয়ায় যাওয়ার পরিকল্পনা হয়তো বোর্ড করবে। অস্ত্রোপচার শেষ অপশন। আমিও চাই ম্যানেজ করে যত দূর খেলা যায়। ব্যথাটা বেড়ে গেলে শতভাগ দিতে কষ্ট হয়। তবে ফাস্ট বোলারদের সবারই ছোটখাটো চোট থাকে। দোয়া করবেন, যেন কাঁধ পুরোপুরি ঠিক হয়ে যায়।’
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ তাসকিন আহমেদ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস