Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই প্রতিবেশীর লড়াইয়ে শেষ হাসি কার?

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০২৩ ১০:০৯

বিশ্বকাপে দুই দলের শুরুটা হয়েছিল একদম ভিন্নভাবে। টানা চার ম্যাচ জিতে উড়ছিল নিউজিল্যান্ড, অন্যদিকে প্রথম দুই ম্যাচে হেরে অনেকটাই খাদের কিনারায় চলে গিয়েছিল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে সময়ের সাথে দুই দলেরই অবস্থার পরিবর্তন হয়েছে। টানা তিন জয়ে সেমির দৌড়ে ভালোভাবেই টিকে আছে অজিরা। অন্যদিকে শেষ ম্যাচে ভারতের কাছে হেরে পয়েন্ট তালিকার তিন নম্বরে নেমেছে কিউরা। আজ ধর্মশালায় ট্রান্স-তাসমানিয়ান লড়াইয়ে জিতে শীর্ষে ফিরবে নিউজিল্যান্ড নাকি সেরা চারে অবস্থান আরও শক্ত করবে অজিরা?

বিজ্ঞাপন

পরিসংখ্যান

দুই প্রতিবেশী লড়াইটা বরাবরই জমজমাট। বিশ্বকাপে অবশ্য বেশ এগিয়ে অজিরাই। দুই দলের ১১ ম্যাচের ৮টিতেই জিতেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের জয় তিনটিতে। ওয়ানডেতে দুই দলের দেখা ১৪১ বার, অস্ট্রেলিয়া দিতেছে ৯৫ ম্যাচে, নিউজিলনাদের জয় ৩৯ ম্যাচে।

অস্ট্রেলিয়ার জন্য বাড়তি প্রেরণা যোগাবে সাম্প্রতিক পারফরম্যান্সও। শেষ পাঁচ দেখায় কিউইরা হারাতে পারেনি তাদের। ভারতের মাটিতে আটবার দেখা হলেও একবার জয়ের মুখ দেখেনি নিউজিল্যান্ড।

পিচ ও কন্ডিশন

ধর্মশালার পিচ বরাবরের মতো এবারও ব্যাটসম্যানদের বাড়তি সুবিধা দেবে। তবে প্রথম দিকে পিচে বেশ সুইং লক্ষ্য করা গেছে আগের সব ম্যাচেই, প্রথমে বল করা দল বাড়তি সুবিধা পেয়েছে পিচ থেকে। টসে জিতে তাই বোলিং নেওয়ার সিদ্ধান্তই আসতে পারে দুই অধিনায়কের থেকে। আবহাওয়া বেশ ঠাণ্ডা থাকায় স্বস্তিতেই থাকবেন ক্রিকেটাররা।

দলের খবর

অস্ট্রেলিয়া দলে আসতে পারে দুটি পরিবর্তন। ইনজুরি কাটিয়ে ফেরা ট্রাভিস হেডকে আজ দেখা যেতে পারে একাদশে, ফিরতে পারেন আগের ম্যাচে ডাগআউটে বসা মার্কাস স্টোয়নিসও। বাদ পড়তে পারেন ওপেনিংয়ে নামা মিচেল মার্শ ও মারনাস ল্যাবুশেন।
নিউজিল্যান্ড দল আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামবে। ইনজুরির কারণে আজও বাইরে থাকছেন উইলিয়ামসন ও সাউদি।

মিডল অর্ডারের ব্যাটসম্যানরাই গড়ে দেবেন পার্থক্য?

দুই দলের মিডল অর্ডার খুব একটা আলো ছড়াতে পারেনি এই টুর্নামেন্টে। বিশেষ করে অস্ট্রেলিয়ার ওপেনারদের তুলনায় বেশ ফিকে মিডল অর্ডার। শেষ ম্যাচে যদিও ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন স্টিভ স্মিথ। আজ তাকে চার নম্বরে খেলানোর চিন্তা করছে দল। দলের জন্য নিজের ব্যাটিং পজিশন বদলাতেও আপত্তি নেই স্মিথের,’দল যা চায় আমি সেভাবেই খেলব। তিন নম্বরে আমার রেকর্ড অনেক ভালো, তাই নিচে খেলার কথা শুনে কিছুটা অবাক হয়েছি। তবে দলের প্রয়োজনে আমি সব করতে রাজি।‘

বিজ্ঞাপন

সম্ভাব্য একাদশ (অস্ট্রেলিয়া)

ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড,, স্টিভেন স্মিথ,, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।

সম্ভাব্য একাদশ (নিউজিল্যান্ড)

ডেভন কনওয়ে, রাচিন রবিন্দ্র, উইল ইয়ং, ড্যারিল মিচেল, টম লাথাম, (অধিনায়ক ও উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, লুকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, ম্যাচ হেনরি এবং ট্রেন্ট বোল্ট।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর