ইডেনে ডাচদের বিপক্ষে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ
২৮ অক্টোবর ২০২৩ ১৪:০৩
বাংলাদেশের বিশ্বকাপ যাত্রাটা শুরু হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে। তবে সেই এক জয়েই থেমে আছে সাকিবদের জয়যাত্রা, পরের চার ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে তারা। সেমির পথে কাগজে কলমে টিকে থাকতে হলেও আজ কলকাতার ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের সামনে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া ডাচদের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে কি ঘুরে দাঁড়াতে পারবেন সাকিবরা?
ইডেন গার্ডেন্সের শনিবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটায় শুরু হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি। নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
ওয়ানডেতে মাত্র দুইবার দেখা হয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের। ২০১০ সালে গ্লাসকোতে বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়েছিল ডাচরা। ২০১১ বিশ্বকাপে একই ব্যবধানে তাদের হারিয়ে জয় তুলে নেয় সাকিব-মুশফিকরা।
ইডেনের মাঠে প্রায় ৩৩ বছর আগে সবশেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে শ্রীলংকার কাছে ৭১ রানে হেরেছিল বাংলাদেশ।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস